Arijit

নভদীপ সাইনির পর দীপক চাহার! দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিলেন ভারতের দুই তরুণ তুর্কি

শুরু হয়েছে ভারতীয় এ এবং দক্ষিণ আফ্রিকা এ দলের তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সুবাদে শুরু থেকেই চাপে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই 3 উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় ঝটকা দেন ভারতের তরুণ পেসার নভদীপ সাইনি।

   

নভদীপের ঝটকা সামলে ওঠার আগেই দক্ষিণ আফ্রিকার লেজ ছেটে দিলেন ভারতের আরেক তরুণ পেসার দীপক চাহার। টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনে 7 উইকেট হারিয়ে 249 রান তোলে দক্ষিণ আফ্রিকা। তার পর থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তবে দ্বিতীয় দিনে মাত্র 268 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। অর্থাৎ দ্বিতীয় দিনে মাত্র 19 রানেই 3 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার শেষ তিনটি উইকেটই তুলে নেন দীপক চাহার। প্রথম ইনিংসে মাত্র 45 রান দিয়ে 4 টি উইকেট সংগ্রহ করেন দীপক চাহার। অপর থেকে নভদীপ সাইনি 51 রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। পাল্টা ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের চা বিরতিতে 4 উইকেট হারিয়ে 117 রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন অধিনায়ক হনুমা বিহারি 35 রান এবং ঈশান কিশান 15 রান।