Arijit

আন্তর্জাতিক টি-২০ তে প্রথম সেঞ্চুরি, ঝকঝকে ১০৪ রানের ইনিংস খেললেন দীপক হুডা

মঙ্গলবার টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

   

এই টিটোয়েন্টি সিরিজে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটার নেই। যার ফলে সুযোগ দেওয়া হয়েছিল বেশ কয়েকজন তরুণকে। আইপিএলে পারফরম্যান্স এর উপর ভিত্তি করে দীপক হুডা, রুতুরাজ গায়কোয়াড, উমরান মালিক প্রথম একাদশেও সুযোগ পেয়েছিলেন।

সুযোগ পেয়েই বাজিমাত করলেন দীপক হুডা। প্রথম ম্যাচে 27 বলে 50 রান করার পর এই ম্যাচেও ব্যাট হাতে কামাল দেখালেন দীপক হুডা। ঈশান কিষান শুরুতেই আউট হয়ে যাওয়ার ফলে এই ম্যাচে তাড়াতাড়ি ব্যাটিং করতে নামেন দীপক হুডা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে ফেললেন দীপক হুডা। মাত্র 57 বলে 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেন দীপক হুডা। হুডার এই ইনিংসটি সাজানো ছিল 9 টি চার 6 টি ছয় দিয়ে।