বলিউডের(Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জাভেদ জাফরি(Jaaved Jaffrey)। যদিও আজকাল ইন্ডাস্ট্রি থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন তিনি। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, তার মত বহুমুখী প্রতিভাধর অভিনেতা খুব কমই পেয়েছে বলিউড। এহেন অভিনেতার মেয়েকে চেনেন?
প্রসঙ্গত, জাভেদের (Javed Jeffery) দুটি সন্তান রয়েছে। তার বড় ছেলের নাম মিজান এবং মেয়ের নাম আলাভিয়া (Alaviaa)। মিজান বলিউডে (Bollywood) ডেবিউ (Debut) করলেও জনপ্রিয়তার দিক থেকে এখনো অনেক এগিয়ে আলাভিয়া। সোশ্যাল মিডিয়া (Social Media) সেনসেশন হয়ে উঠছেন তিনি। ইন্টারনেটে প্রতিদিনই ভাইরাল (Viral) হচ্ছে তার ছবি।
জাভেদ কন্যা আলাভিয়া সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় থাকেন। নিত্যনতুন ছবি এবং ভিডিও দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সিদ্ধহস্ত তিনি। তার মধ্যেই কিছু এমন ছবি সামনে এসেছে যা তার ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বাড়িয়েছে চর্চাও।
আলাভিয়ার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উঁকি দিলেই দেখতে পাবেন, একটি সিলভার কালারের শিমারি লেহেঙ্গা পরে ফ্রেম আলো করেছেন তিনি। বাথরুমের আয়নায় নিজেকে দেখছেন, আর সেই অবস্থাতেই তাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। খোলা চুল আর মানানসই মেকআপে তাকে লাগছেও অসাধারণ।
কমেন্ট বক্সে উঁকি দিলেই দেখতে পাবেন অনুরাগীদের ভিড়। কেউ লিখেছেন, গর্জিয়াস, কিউট এবং মিষ্টি তো কেউ লিখেছেন, হট এবং বোল্ড। ছবিগুলি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটাই প্রথম নয়, এর আগেও তিনি অনেক অনুষ্ঠানে সাহসী ফটোশুট করেছেন এবং তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই নাকি বাবা এবং ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন আলাভিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে তার ডেবিউ ছবির বিষয়ে কোনো নিশ্চিতকরণ এখনও আসেনি। তবে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরলে এটাই মনে হয় যে, বলিউড ডেবিউ তো কেবল সময়ের অপেক্ষা।