Deepika Padukone gives birth to first child Ranveer Singn becam father

শুভদিনেই দীপিকার কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে? সুখবর দিলেন বাবা রণবীর

নিউজশর্ট ডেস্কঃ গনেশ চতুর্থী দিয়ে সবেমাত্র শুরু হয়েছে উৎসবের মরশুম। এরই মধ্যে সুখবর মিলল বলিউড থেকে। মা হলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। আগেই যান গিয়েছিল যে হাসপাতালে ভর্তি হয়েছেন রণবীর পত্নী, তাই সকলেই অপেক্ষায় ছিলেন কখন আসবে গুড নিউজ। রণবীর বা দীপিকার থেকে অফিসিয়াল ঘোষণা আসার আগেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছিল সন্তানের জন্মদিয়েছেন দীপিকা (Deepika Padukone Becames Moher)

২০১৮ সালে বিদেশে গিয়ে এলাহীভাবে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। এরপর কেটে গিয়েছে ৬ বছর। এবছরের শুরুতেই সুখবর পাওয়া গিয়েছিল। আগেভাগেই জানা গিয়েসিল যে সেপ্টেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন দীপিকা। অবশেষে গনেশ চতুর্থীর পরদিনই মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। দীপিকা মা হয়েছেন শুনে সকলের মনেই প্রশ্ন ছেলে হল নাকি মেয়ে? এই প্রশ্নের উত্তর মিলেছে ইতিমধ্যেই।

Ranveer Singh Deepika Padukone

শুক্রবার থেকেই মুম্বাইবাসি মেতে উঠেছে গনেশ চতুর্থী সেলিব্রেশনে। এমনকি বলিউডের অনেকেই সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছিলেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নেওয়ার জন্য। মন্দিরে উপস্থিত হয়েছিলেন দীপিকা-রণবীরও। সেই ছবি হু হু করে ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তারপরেই প্রথমবার মা হলেন দীপিকা। জানা যাচ্ছে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্মদিয়েছেন দীপিকা পাডুকোন। অবশ্য ইতিমধ্যেই অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুখবর শেয়ার করেছেন দুজনেই।

ইন্সটাতে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, ‘স্বাগতম বেবি গার্ল’ এর সাথে রয়েছে তারিখ ও বাবা মায়ের নাম। আর ক্যাপশনে রয়েছে বলার অপেক্ষা রাখে না মুহূর্তের মধ্যেই লক্ষাধিক শুভেচ্ছাবার্তা ভেসে উঠেছে কমেন্ট বক্সে। প্রায় ৩০ লক্ষেরও বেশি লাইকে পড়ছে পোস্টটিতে। মেয়ে হওয়ার শুভেচ্ছাস পাশাপাশি নেটিজেনদের অনেকেই ছোট্ট সোনার জন্য নামের সাজেশনও দিতে শুরু করেছেন কমেন্ট বক্সেই।

আরও পড়ুনঃ গণেশ চাতুর্থীতে হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম! কত টাকা হল ভরী? দেখুন আজ কলকাতায় সোনা-রুপার রেট

প্রসঙ্গত, কয়েক মাস আগে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল দীপিকা ও রণবীরের। সংবাদ মাধ্যমেও বেশ চর্চার বিষয় হয়েছিল গুঞ্জনটি। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে নিজের প্রেগনেন্সির ঘোষণা করেছিলেন দীপিকা। কিছুদিন আগে ফটোশুটও করেছিলেন বেবিবাম্প নিয়ে। সেই ছবিও কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল। এছাড়াও জানিয়ে রাখা ভালো এবছর দীপাবলি উপলক্ষে সিংহম ছবিতে দেখা যাবে দীপিকা ও রণবীরকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X