Papiya Paul

বিশ্বের সেরা দূষিত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে দিল্লি, কলকাতা, মুম্বাই, আতঙ্কে ভারতবাসী

যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করেছ তুমি কি বেসেছ ভালো। না সত্যি হয়তো ঈশ্বর কাউকে ক্ষমা করেননি, তাই আমাদের উপহার সরুপ দিয়েছেন করোনার মত মহামারী। এতকিছুর পরেও আজও কিন্তু আমরা সমানভাবে বেপরোয়া। বিগত কয়েক বছর ধরে বায়ুদূষণ একটি অন্যতম বড় কারণ হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যেই মানুষের আরো অনেক সমস্যার।

   

ভারতবর্ষের মধ্যে বিশেষত দিল্লিতে আবহাওয়া এতটাই খারাপ হয়ে যাচ্ছে, যে সেখানে নিঃশ্বাস নেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠছে। এটা একদিনের কোন কারন নয়, বহুদিনের মানুষের গাফিলতির ফসল হলো এটি। বিশ্বের বায়ুর গুণমানের উপর নজর রাখা সংস্থা IQ Air পরিসংখ্যানে নজর দিলে দেখতে পাওয়া যাচ্ছে, শুক্রবার বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে রয়েছে বুলগেরিয়ার সফিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা।IQ Air দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দশটি দূষিত শহরের মধ্যে এক নম্বরে ছিল দিল্লি। বায়ুর গুণমান সূচক ছিল ৫৫৬। চতুর্থ স্থানে কলকাতার বায়ুর গুণমান সূচক ছিল ১৭৭। এই তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বাই যার গুণমান সূচক ছিল ১৬৯।

উল্লেখ্য, ছট পুজোর পরেই দিল্লির যমুনা নদীতে দেখা যায় ফেনা। দূষন যে হারে পৌঁছে গেছে তা বোঝা যায় যমুনা নদীকে দেখে। এতকিছুর পরেও কিভাবে দূষণ আটকানোর দিকে মানুষের নজর যাচ্ছে না, তা ভেবে সত্যিই অবাক হতে হয়।