এই মুহূর্তে বাংলার বুকে অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল স্টার জলসার ‘সুপার সিঙ্গার’। দিনের পর দিন ঝড়ের গতিতে বেড়েই চলেছে এই শো এর জনপ্রিয়তা। এই শো দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকরা।
এই শো এর জনপ্রিয়তার মূল কারণ প্রতিযোগিরা। প্রতিযোগিরা যেভাবে গান গাইছেন তার জন্যই শো এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। প্রতিযোগিরা একের পর এক মুগ্ধ করা পারফরম্যান্স দিয়ে মুহূর্তেই মন জয় করে নেয় সাধারণ মানুষ থেকে বিচারক মন্ডলীর।
https://www.instagram.com/p/Ca4rDBKhq9S/?utm_medium=copy_link
দীর্ঘ কয়েক মাসের জার্নি শেষ করে অবশেষে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এসে পৌঁছেছে প্রতিযোগিরা। আর গ্র্যান্ড ফাইনালে থাকছে বিরাট চমক। গ্র্যান্ড ফাইনালের মঞ্চে উপস্থিত থাকছেন একঝাঁক তারকা। টলিউড ছাড়াও বলিউডের বেশ কয়েকজন তারকা আসছেন। তবে সবচেয়ে বড় চমক গ্র্যান্ড ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন বলিউডের অন্যতম সেরা নায়িকা মাধুরী দীক্ষিত।
আর এই গ্র্যান্ড ফাইনালের মঞ্চেই ‘দিল তো পাগল হ্যায়’ গানে দেব ও জিৎ র সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।