Arijit

কার কথায় বিশ্বকাপে মেন্টর হলেন ধোনি? কিভাবে পরিকল্পনা সফল হল? বাইরে এল বিস্ফোরক তথ্য

ওভাল টেস্ট শেষ হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হওয়ার জন্য। বুধবার রাতে ঘটেছে সেই অপেক্ষার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপের দলে দেখে অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছেন। তবে তার থেকেও বড় চমক ফের ভারতীয় দলের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

   

তবে ধোনিকে ফের ভারতীয় দলের সঙ্গে অন্তুর্ভুক্ত করার পরিকল্পনা কার ছিল? কে পরিকল্পনা করে ধোনিকে বিরাটদের মেন্টর হিসেবে যুক্ত করেছে? এই নিয়েই নানান প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটে।

অবশেষে উত্তর মিলল সেই প্রশ্নের। ধোনিকে ভারতীয় দলে অন্তুর্ভুক্ত করার পরিকল্পনা ছিল বোর্ড সচিব জয় শাহর। জয় শাহ জানিয়েছেন, “দুবাইয়ে থাকাকালীন এই বিষয়ে আমি ধোনির সঙ্গে কথা বলি। ধোনি রাজি হয়ে যায় ভারতের মেন্টর হতে। অধিনায়ক, কোচ সহ বাকিদের বললে ওরাও এক কথায় রাজি হয়ে যায়।”