Arijit

চেন্নাই নয়, এবার আইপিএল জয়ের দাবিদার ছিল অন্য দল, বিস্ফোরক ধোনি

শনিবার আইপিএলের মেগা ফাইনাল ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে 27 রানে কেকেআরকে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। আর প্রত্যেকবারই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি অর্থাৎ অধিনায়ক হিসেবে 4 বার আইপিএল ট্রফি জেতা হয়ে গেল ধোনির।

   

শুধু চার বার আইপিএল ট্রফিই জিতলেন না ধোনি সেইসঙ্গে করলেন আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড। শনিবার অধিনায়ক হিসেবে 300 তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ধোনি আর এই ম্যাচে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নিজের 300 তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি। তবে ম্যাচ জিতলেও বিপক্ষকে সম্মান জানাতে ভোলেননি তিনি।

ধোনির মতে প্রথম পর্বে 7 নম্বরে শেষ করার পর দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্স যেভাবে কাম ব্যাক করে প্লে-অফে পৌঁছেছে এবং ফাইনাল খেলেছে তার জন্য ওদের কৃতিত্ব দিতেই হবে। এছাড়াও তিনি বলেন চেন্নাই সুপার কিংস নয় এবারের আইপিএল খেতাব জেতার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স এর।