
রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাবের কাছে 54 রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন চেন্নাইয়ের প্রাপ্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তবে ব্যাট হাতে রান করতে না পারলেও উইকেটের পিছনে একই ধরনের ক্ষিপ্রতা দেখা গেল ধোনির। ব্যাটারদের আউট করার ক্ষেত্রে মগজাস্ত্রের ব্যবহার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দেখা গেল পুরনো মহেন্দ্র সিংহ ধোনিকে। এই বয়সে এসেও ধোনির ফিটনেস সত্যি অনুপ্রেরণা যোগাবে ধোনি ভক্তদের।
এই ম্যাচে পাঞ্জাব কিংসের বিধ্বংসী শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপক্ষকে দুর্দান্ত রান আউট করলেন ধোনি, আর সেটা দেখে উত্তাল হল ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারি।
Again proved that Age is just a number 👀#dhoni ❤️ #IPL2022 #CSKvsPBKS pic.twitter.com/DkkQ6RUFHm
— Prashant Shukla (@Prashan35035159) April 3, 2022
ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে। সেই বলে হালকা করে খেলে সিঙ্গেল নেওয়ার জন্য ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে যান রাজপক্ষ। কিন্তু অপর প্রান্তে থাকা শিখর ধাওয়ান এর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তাকে ফিরে যেতে হয় তারই স্ট্যাম্পে। ততক্ষণে তাকে রান আউট করে দেন ধোনি।