Arijit

ধোনির অ্যাকাউন্ট থেকে ব্লু-টিক কেড়ে নিল টুইটার, সমালোচনা দেশজুড়ে

টুইটার থেকে ব্লু-টিক কেড়ে নেওয়া হল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। যে ধোনির হাত ধরে ভারত বিশ্বকাপ জিতেছে। সেই ধোনির টুইটার থেকে  ব্লু-টিক অর্থাৎ ভেরিফাইয়েড চিহ্ন কেড়ে নিল টুইটার কর্তৃপক্ষ। আমেরিকার নেট মাধ্যমের সংস্থা এমনই কান্ড ঘটালো, যা দেখে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। তবে কেন হঠাৎ করে ধোনির সঙ্গে এমনটা করা হল অর্থাৎ ধোনির অ্যাকাউন্ট থেকে কেন ব্লু টিক সরিয়ে নিল টুইটার? সেই বিষয়ে তারা কোন উত্তর দেয়নি।

   

ধোনি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম তিনটি সোশ্যাল মাধ্যমেই রয়েছেন। তিনটি সোশ্যাল মাধ্যমে ধোনির লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তবে ধোনিকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা পাওয়া যায় না। নিজেকে সবসময় সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই সরিয়ে রাখেন ধোনি।

ধোনি শেষবার টুইটারে পোস্ট করেছিলেন এই বছরের 8 ই জানুয়ারি। তারপর থেকে টুইটারে কোন পোস্ট করেননি তিনি। এমনকি গতবছর ধোনির অবসর নেওয়ার ঘোষণা ধোনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে করলেও টুইটারে করেননি। আর দিনের পর দিন টুইটার থেকে এভাবে নিজেকে সরিয়ে নেওয়ার ফলেই হয়তো টুইটার কর্তৃপক্ষ ধোনির ব্লু টিক কেড়ে নিল।