Dhoom 4 might Cast this South Indian Superstar in Cameo Character says rumours

ঝড় উঠবে বক্স অফিসে, ‘Dhoom 4’ এ ধামাকা করতে এন্ট্রি নিচ্ছে এই দক্ষিণী সুপারস্টার

পার্থ মান্নাঃ ‘ধুম’ ছবির কথা মনে আছে নিশ্চই?  হৃত্বিক রোশন অভিনীত আইকনিক ছবিটি আজও অনেকেরই মনে টাটকা রয়ে গিয়েছে। এরপর অবশ্য আরও দুটি পর্ব বেরিয়েছে। ধুম প্রথম ও দ্বিতীয় পর্বে হৃত্বিক রোশনকে দেখা গেলেও তৃতীয় পর্বে আমির খানকে দেখা গিয়েছিল। এরপর থেকেই কবে ‘ধুম ৪’ আসবে তার জল্পনা চলছিল। সম্প্রতি ‘Dhoom 4’ সম্পর্কে বড় আপডেট পাওয়া গেল।

Dhoom 4 নিয়ে বড় আপডেট

যদিও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে সম্প্রতিকালে ‘ধুম ৪’ বেশ চর্চায় উঠে এসেছে। জানা যাচ্ছে তামিল অভিনেতা সূর্যকে দেখা যেতে পারে ধুম ছবির পরবর্তী সিক্যুয়েলে। এর আগে একটি মাত্র হিন্দি ছবিতে দকেহা গিয়েছিল তাকে। তাই যদি খবর সত্যি হয় তাহলে এটাই হবে অভিনেতার দ্বিতীয় হিন্দি ছবি।

বিগত কয়েকমাস যাবৎ ‘ধুম’ সিরিজ নিয়ে বলিউডের অন্দরে বেশ জল্পনা কল্পনা চলছে। নায়ক নায়িকা থেকে শুরু করে পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাদের দেখা যাবে তা নিয়ে চলছে কাটাছেঁড়া। যদিও ছবিটি আদৌ রিলিজ হবে কি না তা নিয়েও দ্বিমত রয়েছে। ২০২৩ সালের এক ইন্টারভিউতে ধূমের অভিনেতা অভিষেক বচ্চন জানান, আমি নিশ্চিত করে হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। যদি ‘ধুম-৪’ হত তাহলে আদি (আদিত্য চোপড়া) নিশ্চই আমায় বলত।’

ধুম প্রথম ছবিটি আসে ২০০৪ সালে। এর ঠিক দুই বছর পর আসে ‘ধুম – ২’, যেখানে হৃত্বিক রোশনের অত্যাধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে চুরি করার পদ্ধতি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এরপর অনেকেই ভেবেছিলেন যে আর কোনো সিক্যুয়েল হয়তো বেরোবে না। কিন্তু ৭ বছর পর ২০১৩ তৃতীয় পর্ব রিলিজ হয়। যেখানে হৃত্বিক রোশনের বদলে আমির খানকে দেখা গিয়েছিল। তারপর থেকে ১০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। তবে আজ Dhoom 4 নিয়ে আশায় রয়েছেন দর্শকেরা।

আরও পড়ুনঃ ষ্টার জলসার মহালয়ায় দেখা যাবে কোয়েল-দিব্যজ্যোতি জুটি! আর থাকছেন কারা? দেখুন তালিকা

প্রসঙ্গত, তামিল সুপারষ্টার সূর্যকে দক্ষিণী ইন্ডাস্টির ‘কাঙ্গুভা’ ছবিতে দেখা যাবে। শিবা পরিচালিত এই ছবিটি বছরের শেষের দিকে রিলিজ হবে। তবে এখনো অফিসিয়াল তারিখ জানানো হয়নি। জানা যাচ্ছে নায়ক হিসাবে সূর্যকে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার কোনো একটি হিন্দি ছবিতে প্রথম কাজ করতে দেখা যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X