Anurager Chowa

‘ওরা আবার আমায় নাম ধরে ডাকে’, সোনা-রূপার সাথে পর্দার রসায়ন নিয়ে মুখ খুললেন অভিনেতা দিব্যজ্যোতি

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার মান অভিমান থেকে শুরু করে সোনা-রূপার দুষ্টুমি সবে মিলিয়ে বাজিমাত করেছে সিরিয়ালটি। সেই সাথে টিআরপি-ও (TRP) বাড়ছে সমানতালে। চলতি সপ্তাহে তো সেরার মুকুটও ছিনিয়ে নিয়েছে সিরিয়ালটি।

শুরুর থেকেই ধারাবাহিকটি দারুন পছন্দ করেছিল দর্শকমহল। তবে ৮ বছরের লিপের পর সূর্য-দীপার মেয়ে সোনা (Sona) এবং রূপার (Rupa) এন্ট্রির পর ধারাবাহিকটি যেন আরও বেশি জমজমাট হয়ে গিয়েছে। দুই খুদে মিশিতা আর সৃষ্টি যেভাবে আসর জমিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

সোনার আধো-আধো এবং রূপার পাকাবুড়ির মতো কথা দর্শকদের বেজায় পছন্দের। এই দুটো মেয়েই সূর্যর নয়নের মণি। যদিও রূপার আসল পরিচয় এখনও সূর্য জানেনা। তবে তা স্বত্বেও রূপার প্রতি ভীষণ টান অনুভব করে সে। তবে জানেন কি শুধু অনস্ক্রিন নয় অফস্ক্রিনেও দারুন সম্পর্ক তাদের‌।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa

জেনে অবাক হবেন যে, পর্দার সূর্যর বয়স মাত্র ২৩ বছর। এই বয়সেই ২ সন্তানের বাবার রোল প্লে করছেন তিনি। বাস্তবে যে এরকম কোনো অভিজ্ঞতা তার নেই তা তার নিখুঁত অভিনয় দেখে বুঝবে কার সাধ্যি! সেই সাথে দুই খুদে শিল্পীর সঙ্গে দারুন ভাব জমিয়ে ফেলেছেন।

এইদিন এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি জানান, পর্দায় বাবা-মেয়ের সম্পর্ক হলেও বাস্তবেও তাকে নাম ধরেই ডাকে দুই শিশু শিল্পী। অভিনেতার কথায়, ‘দিব্য নামে ডাকে আবার কখনও সূর্য নামেও ডাকে। আমায় দেখলেই ওঁরা (সোনা-রূপা) কোলে উঠে পড়ে। বাইসেপস ধরে ঝুলতে থাকে। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে আর এরপর গা বেয়ে বেয়ে উঠতে থাকে’।

এই ধারাবাহিকের সৌজন্যে একজন বাবার সমস্ত দায়িত্ব তিনি দেখেছেন। তাই বাবার দায়িত্ব পালনে কোনও অসুবিধে নেই তো দিব্যজ্যোতির? অভিনেতার সাবলীল জবাব, ‘ভবিষ্যতে ভালো বাবা কিংবা এখন ভালো ছেলে কিনা তা আমি জানি না। তবে আমি ভালো মানুষ হতে চাই’। বাস্তবের কথা জানা নেই তবে পর্দায় যে তিনি বড্ডোই নিখুঁত একথা বলাই বাহুল্য।

Avatar

Moumita

X