মোদীকে টক্কর! রাম মন্দিরের পরই এই দিন উদ্ভোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের, ঘোষণা মমতার

নিউজশর্ট ডেস্কঃ ২০২৪ সালের ২২ শে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) হাত ধরে উদ্ভোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। আর এই উদ্বোধন নিয়ে গোটা দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। তবে এর মধ্যেই বাংলায় নতুন মন্দির ঘোষণা করার দিনক্ষণ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর এই কথা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই। পুরো বিষয়টা জানতে হলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই করে ফেলুন।

২০২৪ সালের এপ্রিল মাসে উদ্বোধন হতে চলেছে দীঘার(Digha) জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই এই মন্দিরের কাজ শুরু হয়ে গিয়েছে। পুরীর আদলে দিঘাতেও জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে, এই মন্দির হওয়ার ফলে দীঘার পর্যটকদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আর তাই দিঘাতে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য তাড়াতাড়ি মন্দির তৈরি করছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী বছরই ভক্তদের জন্য দীঘার জগন্নাথ মন্দির খুলে যাবে। জানা গিয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে যতটা উচ্চতা রাখা হয়েছে, সেই একই উচ্চতা দিঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও করা হয়েছে। ২০১৯ সালে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা পরিদর্শন করার সময় ঘোষণা করেছিলেন যে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে। আর হিডকো সংস্থাকে এই কাজের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভুলে যান প্রমোদতরী, জগন্নাথ মন্দির! দীঘায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরী করছে রাজ্য

প্রথম পর্যায়ে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে কাজ শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে সমস্যা হয়। তাই জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ স্থগিত করা হয়। তাই পরবর্তীকালে মন্দির নির্মাণের জায়গা পরিবর্তন করতে বাধ্য হয় রাজ্য সরকার। বর্তমানে নিউ দিঘার লারিকা হলিডে ইন-এর পাশে জগন্নাথ মন্দিরটি নির্মাণ হচ্ছে। ইতিমধ্যেই অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে।

প্রায় ২২ একর জায়গা জুড়ে ১৫০ কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার এই জগন্নাথ মন্দির নির্মাণ করছে। রথযাত্রায় পুরীর মতো দীঘাতেও ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। কোন রাস্তা দিয়ে রথযাত্রায় জগন্নাথ দেবের গাড়ি যাবে সমস্ত কিছুই ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার দিঘা যাওয়ার পথে ঝাউবন পেরিয়ে সমুদ্রের দিকে জগন্নাথের ছোট মন্দির তৈরি করা হচ্ছে সেটিকেই জগন্নাথের প্রতীকী মাসির বাড়ি বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Papiya Paul

X