নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মানুষের কাছে এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha)। তাই প্রত্যেক বছর এখানে বহু মানুষ ভ্রমণ করতে আসেন। এমনকি কেউ কেউ তো এক বছরের মধ্যেই কয়েকবার দীঘা ঘুরতে বেরিয়ে পড়েন। যত দিন যাচ্ছে ততই দীঘার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government) এখন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানা রকমের পরিকল্পনা গ্রহণ করছে।
যেমন পুরীর মতো দিঘাতেও জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর এবার দিঘাতেও তৈরি হবে চিড়িয়াখানা? নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন তবে এটা খুব শীঘ্রই হবে বলে জানা গিয়েছে। পুরীতে যেমন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ থাকে নন্দনকানন। ঠিক তেমনি দিঘাতেও এবার তৈরি হবে চিড়িয়াখানা।
দীঘা শংকরপুর উন্নয়ন পরিষদ এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই কলকাতার নিউটাউনে মিনি চিড়িয়াখানা করা হয়েছে। আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে বিভিন্ন চিড়িয়াখানা তৈরি করার উদ্যোগ উঠেছে। আর এবারে সেই চিড়িয়াখানা গঠন হতে চলেছে দিঘাতে। তবে সেন্ট্রাল যু অথরিটির কাছ থেকে এই ব্যাপারে অনুমতি নিতে হবে। সেখান থেকে সবুজ সংকেত এলে দীঘায় চিড়িয়াখানা তৈরির কাজ শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: শুধু সমুদ্রে ঘোরাঘুরি নয়, দিঘায় এবার নতুন আকর্ষণ! ঢুঁ মারতে একদম ভুলবেন না
মনে করা হচ্ছে, দিঘাতে চিড়িয়াখানা তৈরি হলে পর্যটকদের সংখ্যা আরো বাড়বে। এছাড়া ঝাউগাছ দেখতে গিয়ে আপনি এবার বন্য জীবজন্তু দেখতে পারবেন। এখন আর দিঘাতে শুধুমাত্র সমুদ্র আকর্ষণীয় নয়। এর পাশাপাশি প্রমোত্তরিতে ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা আবার জগন্নাথ দেবের মন্দির সমস্ত কিছুই মানুষের আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে।
এবার বাচ্চাদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা হবে এই দিঘার চিড়িয়াখানা। কুমির, ঘড়িয়াল, পাখি এমনকি হরিণ ও থাকতে পারে বলে জানা গিয়েছে। বোঝাই যাচ্ছে দিঘার পর্যটক সংখ্যা বাড়ানোর জন্য আরও নতুনভাবে দিঘাতে সাজাতে চলেছে রাজ্য সরকার।