বিজেপি-র সংবিধান অনুযায়ী সংগঠনের ক্ষেত্রে পরিষদীয় বা সংসদীয় দলনেতা সাংগঠনিক ক্ষেত্রে সভাপতির সমান মর্যাদা পান। সেই হিসেবেই একটা সময়ে দলে সভাপতি লালকৃষ্ণ আডবাণীর সমান গুরুত্ব পেতেন লোকসভায় বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী। পরে বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেও একই রকম গুরুত্ব পেয়েছেন সভাপতি জনা কৃষ্ণমূর্তির মতো। সেই ধারা মেনেই মোদী এবং নড্ডা দলে সমান গুরুত্ব পান। সেই নিয়ম মেনে রাজ্যেও তাই দিলীপের সমান গুরুত্বের অধিকারী শুভেন্দু।