Arijit

”টাকা লুটের জন্য ঝড়ের আগেই সব হিসাব করা ছিল” মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

গতকাল পশ্চিমবঙ্গের মাটিতে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াস এর তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দুই মেদিনীপুর ও দুই 24 পরগনা জেলা। আর তারপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইয়াসের ফলে রাজ্যের ক্ষতির পরিমাণ। তার মতে রাজ্যে প্রায় লক্ষাধিক ঘর নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গিয়েছে কয়েক হাজার কোটি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই তাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষের সুরে বলেছেন, “ঝড় আসার আগেই সমস্ত কিছু ঠিক হয়েছিল। কত টাকা ক্ষতি দেখানো হবে সব হিসাব করায় ছিল। শুধু কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা।”