Arijit

‘স্কুল চালু থাকলে সরকারের খরচ, বার খোলা থাকলে লাভ’, বিধিনিষেধকে কটাক্ষ দিলীপের

সোমবার রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়ে কার্যত আরও 15 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। তারপরই রাজ্য সরকারের নতুন বিধিনিষেধকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কটাক্ষ, স্কুল চালু থাকলে সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। বার খোলা থাকলে পার্টির নেতারা মজ-মস্তি করবে। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।