Arijit

বিশ্বের এক নম্বর ব্যাটার হতে পারেন, বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ দীনেশ কার্তিক

এবার আইপিএলে একই দলের হয়ে খেলছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক। বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। বিরাট কোহলি কে সামনে থেকে দীর্ঘদিন ধরে দেখছেন দীনেশ কার্তিক। বিরাট কোহলি যে কত বড় মাপের খেলোয়াড় সেটা খুব ভালো ভাবেই জানেন তিনি।

   

কিন্তু পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে মনে ধরেছে দীনেশ কার্তিকের। এতটাই ভাল লেগেছে, যে আগামী দিনে তিনটি ফরম্যাটেই বাবর বিশ্বের সেরা ব্যাটার হবে বলে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন তিনি।

আইসিসি-র একটি শোয়ে বাবরের প্রশংসা করে দীনেশ কার্তিক বলেছেন, “ বাবর খুবই উচ্চমানের ক্রিকেটার। ওর ব্যাটিং দক্ষতার অসাধারণ। বিভিন্ন ধরনের ব্যাটিং পজিশনেও খেলেছে ও। তিনটে ফরম্যাটেই অসাধারণ খেলছে ও। দেশের হয়ে ভাল খেলতে ও নিজেও সব সময় মুখিয়ে থাকে। সামনে কিছু টেস্ট ম্যাচও আসছে। সেখানেও ও ভাল খেলবে বলে আমার বিশ্বাস। সব ফরম্যাটে বাবর যে বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার ক্ষমতা রাখে সে ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত।”