Arijit

ভারতের হয়ে সাফল্যের পুরস্কার, আইসিসি ক্রমতালিকায় বিরাট লাফ কার্তিকের

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে সুযোগ আর ভারতীয় দলে সুযোগ পেয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন দীনেশ কার্তিক। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেন দীনেশ কার্তিক। যার ফলও হাতেনাতে পেলেন তিনি। আইসিসি টিটোয়েন্টি ক্রম তালিকায় এক লাফে অনেকটা এগোলেন কার্তিক।

   

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে কার্তিকের। ফিরেই বুঝিয়ে দিয়েছেন, তিনি কারুর থেকে কম যান না। এই মুহূর্তে তাকে ভারতের সেরা ফিনিশার ধরা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচে তাঁর অর্ধশতরান ভারতকে জিততে সাহায্য করেছে।

আইসিসি-র টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় 108 ধাপ উঠলেন কার্তিক। এখন তিনি 87 নম্বরে। প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিশন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর দু’টি অর্ধশতরান রয়েছে। প্রথম দশে এক মাত্র ভারতীয় ব্যাটার কিশনই।