Arijit

বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত, জানিয়ে দিলেন কার্তিক

ভারত শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। তারপর দীর্ঘ ১১ বছরে বেশ কয়েকটি বিশ্বকাপ হয়ে গেলেও ভারত জিততে পারেনি। কখনো সেমি ফাইনাল কখনো ফাইনালে গিয়ে বারবার হারতে হয়েছে। গত বেশ কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। গতবার অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল ভারতীয় দলের। আর তাই এবার কোন ভাবেই বিশ্বকাপ হাতছাড়া করতে চাইছে না ভারত।

   

গত বার অল্প এর জন্য হয়নি। তাই এই বার বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। তাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। এমনটাই জানালেন দীনেশ কার্তিক।

এইদিন দীনেশ কার্তিক বলেছেন, বলেছেন, ‘‘দল হিসাবে সব রকমের চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি। জানি কঠিন চ্যালেঞ্জ আসবে। কী ভাবে তা মোকাবিলা করব সেই প্রস্তুতি নিচ্ছি। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা আমাদের সঙ্গে বসে পরিকল্পনা তৈরি করছে। সেই অনুযায়ী খেলব আমরা। বিশ্বকাপে ভাল খেলতে মুখিয়ে আছি।’’