Arijit

তিন বছর ধরে দলটাকে বাইরে থেকে শুধু দেখেছি, ফের দলে সুযোগ পেয়ে আবেগঘন এই ক্রিকেটার

শেষবার তিনি ভারতীয় দলের হয়ে খেলেছিলেন বছর তিন আগে। তারপর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি। এই কয়েক বছরে ভারতীয় দলে আমূল পরিবর্তন ঘটেছে। অনেক বড় বড় দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত, তেমনি বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন হয়েছে, কোচ পরিবর্তন হয়েছে। আর এই সমস্ত কিছুই এতদিন দলের বাইরে থেকে দেখেছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার দিনেশ কার্তিক।

   

এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে দীর্ঘদিন পর ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা দিনেশ কার্তিককে সিলেক্ট করেছেন নির্বাচকরা।

রাজকোটে চতুর্থ টিটোয়েন্টি ম্যাচে নামার আগে কার্তিক বলেছেন, “তিন বছর ধরে আমি দলটাকে বাইরে থেকে দেখছি। এই দলের একজন সদস্য হওয়ার আবেগটাই আলাদা। একটা খিদে, একটা তাগিদ কাজ করে ভিতরে ভিতরে দেশের হয়ে খেলার, দেশের জার্সি পরার। প্রতি দিন আমি সেই স্বপ্নই দেখেছি। সেটাই আমাকে শেষ দশ বছর ধরে ক্রিকেট খেলার শক্তি জুগিয়েছে।”