Arijit

১৭১ উইকেট নিয়ে মালিঙ্গাকে টপকে আইপিএলে ইতিহাস গড়লেন ব্রাভো

এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল। ভারতবর্ষে পাশাপাশি এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে আপামর ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে আইপিএল। আইপিএল এর মঞ্চে খেলতে আসেন বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। আর তারাও এখানে এসে বিভিন্ন বিশ্ব রেকর্ড করে যান।

   

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা বোলার শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দীর্ঘ 14 বছর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আইপিএল খেলেছেন মালিঙ্গা। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। আর এই দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে 122 টি ম্যাচে 170 টি উইকেট নিয়ে আইপিএলের ইতিহাস সর্বকালের সেরা উইকেট টেকার ছিলেন মালিঙ্গা।

তবে এবার মালিঙ্গার এই রেকর্ড ভেঙে দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার ডিজে ব্রাভো। 171 টি আইপিএল উইকেট নিয়ে মালিঙ্গাকে টপকে গেলেন ব্রাভো। এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা উইকেট টেকারের স্থানটি দখল করে রয়েছেন ব্রাভো। গতকাল দীপক হুডাকে আউট করা মাত্রই এই ইতিহাসটি গড়েন ব্রাভো।