Business

Additiya

বাড়িতে বসেই স্বনির্ভর হতে চাইছেন? মহিলারা করতে পারেন এই ৫ ব্যবসা, মাসে ইনকাম লাখের বেশি!

বর্তমান সময়ে নারী বা পুরুষ কেউই বাড়িতে সীমাবদ্ধ নয়। সকলেই করছেন কিছু না কিছু। এমন অনেক নারী আছেন যারা বাইরে গিয়ে চাকরি করতে ভালোবাসেন। অনেকেই আবার পছন্দ করেন ব্যবসা (Business)। অনেকে আবার চাকরির পাশাপাশি এক্সটা উপার্জনের জন্য বেছে নেন ব্যবসার পথ।

   

বেশিরভাগ মহিলারাই বাড়িতে বসে জামা কাপড়ে ব্যবসা করতে ভালোবাসেন। অনেকেই আবার চালাচ্ছেন চায়ের দোকান। কেউ বা বানাচ্ছেন হাতের নানান সামগ্রী। তবে জানেন কি মহিলাদের জন্য এমন ৫ ব্যবসা আছে যেখানে খুব অল্প টাকা ইনভেস্ট করেই উপার্জন করা যাবে ভালো মোটা অংকের টাকা। আজ আপনাদের সেই কথাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

কুকিং চ্যানেল : বেশিরভাগ নারীরাই রান্না করতে ভালোবাসেন। তবে যদি আপনি বিভিন্ন রকমের খাবার বানাতে পারেন তাহলে আর দেরি না করে আজই সোশ্যাল মিডিয়ায় খুলে ফেলুন কুকিং চ্যানেল। যত বেশি বাড়বে ভিউয়ার্স তত বেশি বাড়বে আপনার ইনকাম। এই পথ বেছে নিয়ে ইতিমধ্যেই অনেকেই হয়ে উঠেছেন ভাইরাল। তাই আপনিও বেছে নিতে পারেন এই ব্যবসা।

ই-কমার্স প্ল্যাটফর্ম : দিনের পর দিন বেড়েই চলেছে অনলাইনে কেনাকাটা। যার ফলে বাড়ছে ই-কমার্স প্লাটফর্মে ব্যাবসার পরিধি। ঘরে বসে এই ব্যবসা করা যায়। যে সমস্ত বড় ই-কমার্স ওয়েবসাইট বা প্লাটফর্ম রয়েছে সেখানে আপনিও খুব সহজে নিজের ব্যবসা গড়ে তুলতে পারেন।

বাগান এবং নার্সারি ব্যবসা : যদি আপনার বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা থাকে তাহলে আপনি বেছে নিতে পারেন বাগান এবং নার্সারি ব্যবসা। মাত্র ২ হাজার থেকে ৫ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ব্যবসা। লাভ হবে বেশ ভালই।

বিউটি পার্লার : বর্তমান সময়ে নিজেকে ভালোবাসেন সকলেই। আর নারী মানে যে কোন অনুষ্ঠানে যাওয়ার আগে একটু মেকাপের প্রয়োজন। সে কারণে অনেকেই ছুটে যান বিউটি পার্লারে। আর সে কারণেই দিনের পর দিন বাড়ছে মেকআপ আর্টিস্টদের চাহিদা। আপনিও যদি বিউটি পার্লারের কোর্স করে থাকেন তাহলে আজই শুরু করুন এই ব্যবসা। অথবা যদি কোর্স করে না থাকেন তাহলে অবিলম্বে করে নিন এই কোর্স।

এছাড়াও বাড়িতে বসে গৃহ-শিক্ষকতা, ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট, কনটেন্ট রাইটারের মতন নানান রকম ব্যবসা করতে পারেন মহিলারা।