বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

চুলের সমস্যায় জর্জরিত বলিউডের ৮ তারকা, চুল গজানোর জন্য করেছেন জলের মত টাকা খরচ!

বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের লুকের মোহে আবদ্ধ দেশের লাখো তরুণীর মন। আজও দেশের প্রায় সমস্ত তরুণ তরুণীদের হৃদয়ের কোনায় বলিউডের অভিনেতারা স্বপ্নে দেখা রাজপুত্র এবং অভিনেত্রীরা স্বপ্ন সুন্দরীই রয়ে গেছেন। এবার সেই স্বপ্নের রাজপুত্রের মাথায় যদি টাক থাকে! তাহলে ভাবতেই কেমন অবাক লাগে তাই না! কিন্তু এটা সত্যি বলি ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যাদের মাথায় চুল নেই। অবশ্য তারা এই টাক লুকিয়ে ফেলে জন্য উইগ ব্যবহার করেন, আবার অনেকে হ্যায়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেন।

জানা যাচ্ছে এই ‘চুল না থাকার’ তালিকাটি বেশ লম্বা। সানি দেওল, সঞ্জয় দত্ত, সালমান খান, রণবীর কাপুর, রজনীকান্ত ও কপিল শর্মার নাম। যদিও তাদের এই টাক লুকোতে জলের মতো টাকা খরচ করতে পারেন তারা। চিরতরুণ থাকার নেশায় সবকিছু করতে প্রস্তুত তারা। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কে কে রয়েছেন এই তালিকায়।

১) অক্ষয় কুমারঃ- এই তালিকার প্রথম নাম বলিউডের অন্যতম সেরা অভিনেতা অক্ষয় কুমারের। তিনি ফিল্মে থাকা মানেই ফিল্ম হবে সুপারহিট। তবে অক্ষয় কুমারের মাথাতেই রয়েছে বড়সড় টাক! যদিও নিজের টাকা নিয়ে কোনো রাখঢাক রাখেননি আক্কি।
বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

২) রণবীর কাপুরঃ- তালিকায় দ্বিতীয় নাম রইলো রণবীর কাপুরের। খুব কম বয়স থেকেই প্রচণ্ড চুল পড়ে তার। গত ২০০৭ সালে চুলের অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি।

বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

৩) অমিতাভ বচ্চনঃ- বিগ বি অমিতাভ বচ্চনও চুল পড়ার সমস্যায় ভুগছেন। টাক লুকাতে বহুবার নকল চুলের আশ্রয় নিয়েছেন অমিতাভ বচ্চন।

বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

৪) সানি দেওলঃ- বেশ কয়েক বছর আগে হারিয়েছিলেন নিজের চুল সানি দেওলও। কিছুদিন আগেই অবশ্য হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন তিনি। যদিও এখন আর তাকে দেখে বোঝার উপায় নেই।

বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

৫) জ্যাকি শ্রফওঃ- টাকের সমস্যায় বেশ ভুগছেন জ্যাকি শ্রফ। কয়েক বছর আগে অবশ্য চুল পড়ার চিকিৎসা করিয়েছিলেন তিনি।

বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

৬) কপিল শর্মা:- একটা সময় এমন ছিল যে, কপিল শর্মারও মাথায় বেশ চকচকে টাক দেখা দেয়। মাথার চুল ফিরিয়ে আনতে গোপনে আবার হেয়ার ট্রান্সপ্লান্টও করিয়েছিলেন কপিল শর্মা। বর্তমান সময়ে তাকে দেখে অবশ্য বোঝার উপায় নেই।

বলিউড,বিনোদন,টাক,অক্ষয় কুমার,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,কপিল শর্মা,Bollywood,Entertainment,Bald,Akshay Kumar,Ranbir Kapoor,Amitabh Bachchan,Kapil Sharma

এছাড়া গোবিন্দ এবং সঞ্জয় দত্তও বেশ কিছুদিন ভুগেছেন চুল না থাকার দুঃখে। এখন অবশ্য তারা দুজনেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দিব্যি চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে আর একজনের নাম না করে পারা যায়না। তিনি দক্ষিণের সুপারস্টার ‘রজনীকান্ত’। তারও মাথায় চুল নেই, সিনেমা করার সময় অবশ্য মাথায় উইগ পরে নেন তিনি।

Avatar

Moumita

X