Technology,প্রযুক্তি,Google,গুগল,Google Search,গুগল সার্চ,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

অসুখ হলেই Google-এ ওষুধ খোঁজেন? সাবধান! এই ভুল করলেই হতে পারে জেল

নিউজ শর্ট ডেস্ক: এখনকার যুগটাই ইন্টারনেটের (Internet)। তাই এই ইন্টারনেটের দৌলতেই মুঠোয় বন্দি মুঠো ফোনেই এখন হাজির বিপুল অজানা তথ্যের ভান্ডার। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এখন আমাদের সকলের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ইন্টারনেট পরিষেবা।আট থেকে আশি সকলেই এখন নির্ভরশীল এই পরিষেবার ওপর।

পড়াশোনা থেকে বিনোদন সমস্ত অজানা প্রশ্ন, সমস্যার উত্তর খুঁজতে সকলেই চলে আসে গুগলে। এক কথায় গুগলই (Google) এখন মানুষের সব মুশকিল আসানের আর এক নাম। তবে মনের আনন্দে গুগল সার্চ করলেও অনেকেই হয়তো জানেন না এই শর্ত গুলি। আসলে এমন কিছু বিষয় আছে যা গুগলে সার্চ (Google Search) করলে হতে পারে জেলও ৷

অবৈধ সার্চিং: তাই গুগলেসার্চিংয়ের সময় সাবধান আর সতর্ক থাকুন। তা নাহলে আপনার করা একটি ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে সারা জীবন ৷ ইন্টারনেটে এক ক্লিকেই চলে আসে একাধিক কনটেন্ট৷ তবে ভুলেও কখনও  অবৈধ কোনও কিছু সার্চ করবেন না৷ উদাহরণ হিসাবে বলা যায়, গুগুলে কখনও বোমা তৈরি করা যায় কীভাবে তা সার্চ করা উচিত নয়। তার জন্য যেতে হতে পারে জেলেও৷

Technology,প্রযুক্তি,Google,গুগল,Google Search,গুগল সার্চ,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

চাইল্ড পর্নোগ্রাফি: চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত নিয়ম নিয়ে ভারতে অত্যন্ত কড়াকড়ি রয়েছে৷ তাই এই সংবেদনশীল বিষয়ে কেউ ভুলেও সার্চ করবেন না ৷ এছাড়া এই ধরনের পর্নোগ্রাফিক সাইটে বিভিন্ন ম্যালওয়্যার থাকে যার ফলে ব্যবহার কারীদের  মোবাইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে ৷

আরও পড়ুন: ডিসেম্বরেই বদলে যাচ্ছে নিয়ম! লক্ষ লক্ষ অ্যাকাউন্টে তালা ঝোলাচ্ছে গুগল, আটকান এই উপায়ে

লিঙ্গ নির্ধারণের চেষ্টা: আমাদের দেশে এখনও এমন অনেকেই আছে যারা শিশু জন্মানোর আগেই তার লিঙ্গ জানার চেষ্টা করে। যা বেআইনি। তাই কেউ যদি এই সংক্রান্ত কোনও সার্চ করেন কিংবা এই কাজে তার  যুক্ত থাকার কোনো  প্রমাণ পাওয়া যায় তাহলে জেল পর্যন্ত হতে পারে ৷

Technology,প্রযুক্তি,Google,গুগল,Google Search,গুগল সার্চ,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

কাস্টোমার কেয়ার স্ক্যামার: এখনকার দিনে বেশিরভাগ সংস্থাই কাস্টোমার কেয়ারের সুবিধা দিয়ে থাকে ৷ অনেক সময় ইন্টারনেট থেকেই কাস্টমার কেয়ারের নম্বর নিয়ে ফোন করা হয়৷ আর এর সুযোগটাই নিয়ে থাকে স্ক্যামাররা ৷ ইন্টারনেটের SEO-র সাহায্যে একটি ফেক সাইট তৈরি করে। এরফলে সার্চিংয়ের সময় ব্যবহারকারীদের সামনে নকল নম্বর চলে আসে ৷ এই নম্বরে ভুল করে ফোন করলেই স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্য হাতিয়ে নেয়৷ এমনকি গায়েব হতে পারে আপনার সমস্ত টাকা ৷

Technology,প্রযুক্তি,Google,গুগল,Google Search,গুগল সার্চ,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

গুগল সার্চ করে ওষুধ খাওয়া: আজকাল শরীর খারাপ হলেও অনেকে গুগলে সার্চ করতেশুরু করে দেন ৷ আবার গুগল সার্চ করেই  ওষুধ খেয়ে থাকেন অনেকে৷ যদিও  বিশেষজ্ঞরা বারবার  সাবধান করেছেন চিকিৎসকের পরামর্শ কখনও ওষুধ খাওয়া উচিত নয়৷ তবে এর জন্য জেল না হলেও হাসপাতালে ভর্তি হতে পারে।

Avatar

anita

X