বলিউডের অন্যতম সেরা থ্রিলারের তকমা পাওয়া ‘দৃশ্যম’ (Drishyam) ছিল গত বছরের সবচেয়ে চর্চিত সিনেমা। দীর্ঘ ৭ বছরের অপেক্ষা শেষ করে গত বছর রূপালী পর্দায় আঁকা হয়েছিল ছবির দ্বিতীয় পর্ব। অজয় দেবগন থেকে শুরু করে টাবু, শ্রিয়া শরণ, ম্রুণাল এবং ইশিতা দত্তের অভিনয় ছিল দেখার মত।
ছবিতে অজয় দেবগনের (Ajay Devgan) বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা (Ishita Dutta)। সেই সময় তার অভিনয় ব্যপক প্রশংসিত হলেও বলি পাড়ার গ্ল্যামারের ঝলকানি থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছিলেন তিনি। আর সম্প্রতি এই নায়িকাকে নিয়েই মিলেছে বড় খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুয়েক আগেই শোনা গেছিল যে, এবার নাকি মা হতে চলেছেন ইশিতা। যদিও সেই সময় এই খবরকে জল্পনা বলে উড়িয়ে দেন তিনি। তবে এবার বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেররায় স্পষ্ট ঈশিতার স্ফীতদর। অভিনেত্রীর মা হওয়ার খবরে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন তার অনুরাগীরা।
এই বঙ্গ তনয়ার কেরিয়ারের কথা বললে, সাল ২০১৬ তে রিস্তো কা সৌদাগর-বাজিগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এই একটি সিরিয়ালই বদলে দেয় ঈশিতার জীবন। কর্মসূত্রে আলাপ হয় বৎসল শেঠের সঙ্গে। অল্প সময়ের মধ্যে ঈশিতা প্রেমে পড়েন ‘টারজান: দ্য ওয়ান্ডর কার’ খ্যাত বৎসলের।
সম্পর্কের এক বছর পূর্ণ হতে না হতেই বিয়েও করে নেন তারা। ২০১৭ সালে মুম্বইয়ে জুহুর ইস্কনের মন্দিরে চারহাত এক করেন ঈশিতা-বৎসল। বলিপাড়ার গুটি কয়েক তারকাকে নিয়ে বিয়ে সেরেছিলেন তারা। বিয়ের ৬ বছর পর অবশেষে মিলেছে সুখবর। আপাতত খুশির হাওয়া গোটা বলিপাড়ায়।