Papiya Paul

এক লাফে পুরো ৩৩.৩৮ টাকা কমে গেল পেট্রোলের দাম, খুশি হওয়া ভারতের এই শহরে

এতদিনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সাধারণ মানুষ। যেভাবে প্রতিনিয়ত পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলছিল তাতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছিল। বর্তমান সময় প্রত্যেক সাধারন মানুষের রয়েছে বাইক অথবা স্কুটি। কিন্তু পেট্রোলের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে কার্যতঃ পায়ে হেঁটে অথবা সাইকেলে করে যাতায়াত করতে হচ্ছিল সকলকে।

   

এবার পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই পেট্রোল এবং ডিজেলের দাম সামান্য কমেছিল যার ফলে অদূর ভবিষ্যতে আশার আলো দেখেছিল সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের পিছু ৫ টাকা এবং ১০ টাকা ছাড় দেওয়ার পর ২৩ টি রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে সঙ্গে এখনো সহমত পোষণ করেননি বাংলার সরকার।

চলুন জেনে নেওয়া যাক আজ দেশের কোথায় কত দাম রয়েছে পেট্রোল এবং ডিজেলের।

পোর্ট ব্লেয়ারে পেট্রোল এবং ডিজেলের সবথেকে কম দাম রয়েছে,সবথেকে বেশি দাম রয়েছে রাজস্থানের শ্রী গঙ্গানগরে। পোর্ট ব্লেয়ারে ডিজেলের দাম লিটার প্রতি ৭৭.১৩ টাকা এবং শ্রী গঙ্গানগরে ডিজেলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা।পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২.৯৬ টাকা এবং শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম লিটার প্রতি।১১৬.৩৪ টাকা।এই দুই শহরের মধ্যে পেট্রোলের দামের পার্থক্য হলো ৩৩.৩৮ টাকা।

কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। উত্তরপ্রদেশের নয়ডা পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫.৫১ টাকা। দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।

শুধু তাই নয় এবার আপনি ঘরে বসে এসএমএসের মাধ্যমে আপনার শহরের পেট্রোল এবং ডিজেলের দাম জেনে নিতে পারবেন। আপনাকে ফোনে টাইপ করবেন, ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP<ডিলার কোড> পাঠাবেন 9224992249 নম্বরে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> পাঠাবেন 9222201122 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP<ডিলার কোড> পাঠাতে পারেন 9223112222 নম্বরে।