টেলিভিশন (Television) মানেই এখন নিত্যনতুন সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় নতুন সিরিয়াল। তবে পুরোনো সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথে ভক্তদের যেমন মন খারাপ হয়ে যাচ্ছে তেমন আবার নতুন সিরিয়ালের হাত ধরে পুরোনো শিল্পীদের ফিরে আসতে দেখেও উৎফুল্ল হয়ে উঠছে সবাই।
যেমন টেলিপাড়ার এখন জোর গুঞ্জন যে খুব শীঘ্রই নতুন মেগার হাত ধরে কামব্যাক করতে চলেছে জনপ্রিয় টেলি অভিনেতা সৌভিক ব্যানার্জি (Souvik Banerjee)। যদিও দর্শক তাকে দুলাল নামেই বেশি চেনে। কারণ অপরাজিতা আঢ্যর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar) সিরিয়ালের ‘দুলাল’ (Dulal) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বহুল চর্চিত এই ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার ছেলে দুলালের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সৌভিকের বিপরীতে হংসিনী চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী শার্লি মোদক। সবে মিলিয়ে ছোটপর্দার দর্শকদের কাছে ভালোই কদর বেড়েছিল সৌভিক-শার্লি জুটির।
বলে রাখি, এর আগেও একবার শার্লি-সৌভিকের জুটিকে দেখেছে দর্শক। প্রিয়াঙ্কা ও রাহুলের পাশাপাশি শার্লি এবং সৌভিকও অভিনয় করেছিল ‘চিরদিনই আমি যে তোমার’ সিনেমায়। সব মিলিয়ে বরাবরই দর্শকদের নয়নের মণি হয়ে ছিলেন সৌভিক। যদিও লক্ষ্মী কাকিমা ধারাবাহিক শেষ হওয়ার পর আর অন্য কোনো নতুন সিরিয়ালে দেখা যায়নি সৌভিককে।
তবে এবার সৌভিক ভক্তদের জন্য সুখবর। স্টুডিওপাড়ার খবর, খুব শীঘ্রই আসতে চলেছে সৌভিক অভিনীত একটি নতুন সিরিয়াল। দীর্ঘ সময় পর এই নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় কামব্যাক করছেন ছোটপর্দার দুলাল। তার সাথে আরো বড় খবর হল, এবার আর পার্শ্ব চরিত্রে নয়, সৌভিককে দেখা যাবে প্রধান নায়কের চরিত্রে। এদিকে তার বিপরীতে অভিনয় করবেন একেবারে এক আনকোরা অভিনেত্রী।