পার্থ মান্নাঃ আর মাত্র ১৮ দিন বাকি দুর্গাপুজোর। আগামী ২রা অক্টোবরেই হবে মহালয়া। তার ১ সপ্তাহের মধ্যেই ষষ্ঠী। শহরের চারিদিকে চলছে জোরকদমে পুজোর প্যান্ডেল তৈরির কাজ। কোথাও প্যান্ডেলের ডিজাইন সাজানো হচ্ছে তো কোথাও আবার লাইটিংয়ের কাজ চলছে। দুর্গাপুজো মানে তো শুধুই পুজো নয় নানা থিমের প্যান্ডেল তৈরী করা হয়। যা দেখার জন্য রীতিমত ভিড় জমে মানুষের। তবে এবছর আদৌ শান্তিতে প্যান্ডেল হপিং করা যাবে? নাকি খাম খেয়ালি বৃষ্টির জেরে পন্ড হবে পুজোর কদিন? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দফতর।
দুর্গাপুজোর কম বেশি ২ সপ্তাহ বাকি থাকলেও রাজ্যে বৃষ্টি হয়েই চলেছে। বিগত কয়েকদিকে মৌসুমী অক্ষরেখা থেকে শুরু করে নিম্নচাপের জেরে ভাদ্র মাসে অকালবর্ষণের জেরে রীতিমত বন্যা হয়ে গিয়েছে একাধিক জেলায়। এমতাবস্থায় পুজোর সময়ও কি আবহাওয়া থাকবে বৃষ্টিমুখর নাকি রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া যাবে? রইল ষষ্টি টু দশমী কলকাতা শহরের আবহাওয়ার আপডেট।
পুজোর কেমন থাকবে আবহাওয়া?
আগেই জানিয়েছি ২রা অক্টোবর বুধবার পড়েছে ২০২৪ সালের মহালয়া। এরপর ৮ই অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকেই সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়বেন ঠাকুর দেখতে। এই সময় হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি তেমন একটা হবে না বলেই আশা করা হচ্ছে।
অবশ্য আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি কিছু জেলায় হলুদ সতর্কতা বার্তাও জারি করা হয়েছে। এদিকে বৃষ্টি না হলেও আগামী ২রা থেকে ৬ই অক্টোবর পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে যার ফলে দিন হোক বা রাত আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পুরো একবছরের রিচার্জ ফ্রী, পুজোর আগেই বাজার কাঁপানো অফার নিয়ে হাজির Jio
প্রসঙ্গত, এবছর মা দুর্গার আগমন হচ্ছে পালকিতে। পালকিতে আগমন মানে মোড়কের ইঙ্গিত, যেটা মোটেই শুভ নয়। অন্যদিকে গমন হবে ঘোটকে বা ঘোড়ায় চড়ে যার অর্থ হল ছত্রভঙ্গ হওয়া। অর্থাৎ যুদ্ধ, অশান্তি বা বিপ্লবের আভাস দিচ্ছে পুজো। এখন আগামীদিনে কি হয় সেটাই দেখার বিষয়।