Durga Puja Special Menu with Indian Railway and Many Special Train service announced

পুজোয় রেলের খাবারে থাকছে সরষে ইলিশ থেকে মালাই কোফতা, দারুণ সুখবর দিল ভারতীয় রেল

পুজোর মরসুম এলেই বাঙালিদের মধ্যে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ে। আসলে এই সময়ে লম্বা ছুটি পাওয়া যায়। তাই সিকতাকেই কাজে লাগাতে ভালোবাসেন সকলে। আর ভ্রমণের জন্য ট্রেন যাত্রা অনেকেরই পছন্দের একটি মাধ্যম। তাই এবার দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে ভারতীয় রেলওয়ে (Indian Railway) রেলযাত্রীদের জন্য নিয়ে এসেছে একাধিক চমক। ট্রেনের খাবারের মেনু থেকে শুরু করে বিশেষ ট্রেন পরিষেবা সবকিছুই এই বছর আরও বিশেষ করে তোলার চেষ্টা করা হয়েছে রেলের তরফ থেকে।

ট্রেনের ভেজে ও ননভেজ মেনুতে পুজোর চমক

দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে রাজধানী, বন্দে ভারত, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা পাবেন বিশেষ বাঙালি খাবারের স্বাদ। পূর্বাঞ্চলের আইআরসিটিসি (IRCTC) ক‌্যাটারিং বিভাগের এজিএম কৌশিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ট্রেনে পাওয়া যাবে বাঙালিদের প্রিয় মাছের কালিয়া, সরষে ইলিশ, মাংসের ঝোল ও মোরগ পোলাওয়ের মতো একাধিক পদ।

এমনকি নিরামিষ থালিতেও থাকবে বাসন্তী পোলাও, লুচি, ভাজা মুগের ডাল এবং দই পটল বা ছানার ডালনা। পুজোর অষ্টমী উপলক্ষে ট্রেনে মালাই কোফতা, আলু-পনির, রাজভোগ এবং মিষ্টির মতো বিশেষ পদও পরিবেশন করা হবে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজাগুলোতেও এই সমস্ত খাবার পাওয়া যাবে। তাই পুজোর পেটপুজো যে জমে যাবে সেটা বোঝাই যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৪: বিশেষ ট্রেন পরিষেবা

দুর্গাপুজার সময় অনেকেই কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলো দেখতে শহরে আসেন। তাদের কথা মাথায় রেখে পূর্ব রেল (Eastern Railway) শিয়ালদা ডিভিশনে চালু করছে বিশেষ পুজো স্পেশাল লোকাল ট্রেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট ২০টি বিশেষ লোকাল ট্রেন চলবে, যার মধ্যে ১৮টি রাতের এবং ২টি দিনের বেলায় দুপুরে ও বিকেলের দিকে চলবে।

তাছাড়া শিয়ালদা-রানাঘাট লাইনে পুজোর সময় রাতে স্পেশাল ট্রেন পরিষেবা চালু থাকবে। ষষ্ঠী থেকে প্রতিদিন রাত ১২:৪০ মিনিটে শিয়ালদা থেকে একটি বিশেষ ট্রেন ছাড়বে, যেটা রানাঘাটে পৌঁছাবে রাত ২:৩০ মিনিটে। এছাড়া, শিয়ালদা-কল্যাণী, শিয়ালদা-বনগাঁ ও অন্যান্য লাইনেও স্পেশাল ট্রেন চালানো হবে। এই স্পেশাল ট্রেন পরিষেবা পুজোয় ভিড় সামাল দিতে সাহায্য করবে ও যাত্রীদের যাত্রাকে আরও সহজ করে তুলবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X