Arijit

বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠলো টোকিও, অল্পের জন্য রক্ষা পেল অলিম্পিক গেমস ভিলেজ

জাপানের টোকিওতে হচ্ছে অলিম্পিক। সেখানেই রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী হাজার হাজার প্রতিযোগিরা। টোকিওতেই ঘটে গেল বড়সড় ভূমিকম্প। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ টোকিওর পূর্ব প্রান্ত কেঁপে উঠলো। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 6। ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার নীচে বলে জানা গিয়েছে। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিক সহ অন্যান্যরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন।

   

জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। কারণ জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। সেই সঙ্গে হয় সুনামিও। তবে এক্ষেত্রে জাপানের আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির কোন সম্ভাবনা নেই। যার ফলে অনেকটা স্বস্তিতে অলিম্পিক।

বেশ কয়েকজন সাংবাদিক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভূমিকম্পের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তারই মাঝে এই ভূমিকম্প হওয়ার তিনি সরাসরি শো-তে ভূমিকম্পের কথা জানায়।