Eastern Railway announce special Malda Digha Malda Train during festive season

দিঘা যাওয়া এবার আরও সোজা! পুজোর আগেই একঝাঁক স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেল

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে যে জায়গার নাম আসে সেটা হল দিঘা (Digha)। সপ্তাহান্তে দুদিনের ছুটি হোক বা স্পেশাল অকেশনের ছুটি কম বাজেটে ভ্রমণ মানেই দিঘার সমুদ্র সৈকত। তাই দিঘার ট্রেনের চাহিদা সর্বদাই থাকে। তবুও পুজোর সময় টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে। এমন অবস্থায় সুখবর শোনাল ভারতীয় রেল।

পুজোয় দিঘার জন্য স্পেশাল ট্রেন

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এরপর কালীপুজো থেকে ছোটপুজোর মে একেরপর এক উৎসব চলবেই। তাই এবার ৫ই অক্টোবর থেকে শুরু করে ১ লা ডিসেম্বর পর্যন্ত একঝাঁক দিঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে হাওড়া থেকে নয় বরং মালদা থেকে চলবে এই স্পেশাল ট্রেনগুলি।

কবে চলবে স্পেশাল ট্রেন? উত্তর হল শনিবার মালদা স্টেশন থেকে ট্রেন ছাড়বে দিঘার উদ্দেশ্যে। আর পরের দিন রবিবার দিঘা থেকে ট্রেন ছাড়বে মালদার উদ্দেশ্যে। ৯টি আপ ও ৯ টি ডাউন মিলিয়ে মোট ১৮টি ট্রিপ হবে যাতে প্রায় ৬৩০০ এর বেশি বার্থ উপলব্ধ হবে যাত্রীদের জন্য।

স্পেশাল ট্রেনের তারিখ ও সময়

পুজো স্পেশাল এই ট্রেনগুলির নাম্বারগুলি হল :  মালদা থেকে দিঘা ০৩৪৬৫ যেটা শনিবার দুপুর ১টা বেজে ২৫ মিনিটে মালদা থেকে ছাড়বে ও পরদিন ভোর ৪টে নাগাদ দিঘা পৌঁছাবে। এদিকে দিঘা থেকে মালদা ০৩৪৬৬ যেটা ভোর ৫টা নাগাদ দিঘা থেকে ছাড়বে ও পরদিন সন্ধ্যা ৬ টায় মালদা পৌঁছাবে।

মালদা-দিঘা স্পেশাল ট্রেনগুলি ছাড়ার তারিখ হল, অক্টোবর মাসের ৫,১২,১৯,২৬ তারিখ। নভেম্বর মাসের ২,৯,১৬,২৩ ও ৩০ তারিখ। অন্যদিকে দিঘা-মালদা সেপসিয়াল ট্রেনগুলি ছাড়বে অক্টোবর মাসের ৬,১৩,২০,২৭, তারিখ। নভেম্বর মাসের ৩,১০,১৭,২৪ তারিখ ও ১লা ডিসেম্বর।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X