রোজ ‘ট্রেন লেট’-এর সমস্যায় জেরবার! এবার হাওড়া ও শিয়ালদহতে এই নতুন পরিষেবা চালু করছে রেল

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের(Indian Railways) জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ভারতের অন্যতম জনপ্রিয় পরিবহন ব্যবস্থা হিসেবে রেলের নাম সবার আগে রয়েছে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এ প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ভারতীয় রেলের উপর নির্ভর করে। দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ভারতীয় রেলের উপরে। এখানে লোকাল ট্রেনের পাশাপাশি প্যাসেঞ্জার ট্রেনও চলাচল করে। এছাড়া রয়েছে এক্সপ্রেস ট্রেন।

এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্যে কম সময়ে এবং কম ভাড়ার মধ্যে এক্সপ্রেস ট্রেন সবচেয়ে বেশি উপযোগী। এছাড়া লোকাল ট্রেন তো প্রতিদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্যে আছেই। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে একটার পর একটা নতুন সুবিধা লঞ্চ করে থাকে। কিন্তু তবুও আমাদের দেশে ট্রেন লেট হওয়ার ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়েছে। তবে এবার যাত্রীদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় রেল।

পূর্ব রেল(Eastern Railway) শাখায় এবার চালু করা হচ্ছে রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম। সূত্রের খবর অনুযায়ী, পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই এই সিস্টেম চালু করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৩৪৯ টি ইএমইউ লোকাল ট্রেনে এই সিস্টেম চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে চলাচল করা প্রত্যেকটি ট্রেনের ওপর ভিডিও মনিটরিং করতে পারবেন রেল কর্তৃপক্ষ। এর ফলে কোন লাইনে কোন ট্রেন লেট করে চলছে তা সহজেই জানা যাবে।

আরও পড়ুন: বাংলায় এবার চালু লোকাল AC ট্রেন, মান্থলি ভাড়া কত? জানাল রেল

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে এই জোনের ৪ টি ডিভিশন মিলিয়েই ইএমইউ লোকালগুলিতে শুরু হয়েছে এই সিস্টেম বসানোর কাজ। এদিকে, যে ৩৪৯টি লোকালে আরটিআইএস সিস্টেম বসেছে, সেগুলির মধ্যে ১৬৭ টি রেক হাওড়ার ইলেকট্রিক লোকো শেডের। এছাড়াও, ১১৫টি রয়েছে আসানসোল ইলেকট্রিক লোকো শেডের, আর বাকি ৩০ টি রয়েছে শিয়ালদহ লোকো শেডের। বাকি ২০ টি বর্ধমান ডিজেল শেডের এবং ৩ টে জামালপুর ডিজেল শেডের রয়েছে।

Papiya Paul

X