নিউজ শর্ট ডেস্ক: বাইরে বেরোলেই চাঁদি ফাটা রোদ। গ্রীষ্মের এই দাবদাহে কার্যত ওষ্ঠাগত প্রাণ। তাই এই প্রচন্ড গরমে থেকে এসেই ফ্যানের হাওয়া কিংবা এসির ঠান্ডা ঘরে বসেই ক্ষণিকের জন্য হলেও স্বস্তি পান সকলেই। কিন্তু মুশকিল হল এসির ঠান্ডা হাওয়া যেমন ভালো তেমনি মাসের শেষে চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটেও।
সকাল-সন্ধ্যা এসি চালানোর জেরে চাপ পড়ছে কম্প্রেসারে। চড়চড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল। তবে বাড়িতে এসি না থাকলেও আর চিন্তার কিছু নেই। এই গরমে কষ্টও পেতে হবে না আর। তবে তার জন্য মানতে হবে কয়েকটি সহজ ট্রিকস।
গরমের হাত থেকে বাঁচতে প্রথমেই বাড়িতে নিয়ে আসুন এনার্জি এফিসিয়েন্ট ফ্যান। অত্যাধুনিক এই ফ্যান একদিকে যেমন বিদ্যুতের বিল বাঁচায়, তেমনই ঠান্ডাও করে ঘর। এই ফ্যানের বিশেষ সুবিধা হল,এগুলি বেশিক্ষণ চললেও বেশি তাপ বা হিট বেরোয় না।
এছাড়াও ঘর ঠান্ডা রাখতে ভেন্টিলেটর ব্যবহার করার-ও পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরে গরম হাওয়া থাকলেই ভেন্টিলেশন ফ্য়ান চালিয়ে দিলে গরম হাওয়া বেরিয়ে যায়। তবে ফ্যান না থাকলে, জানালা খুলে দিলেও ঠান্ডা হাওয়া আসে। ঘর ঠান্ডা রাখতে ভোরবেলায় ও বিকেলের পরেই ঘরের সমস্ত জানালা খুলে দিতে হবে।
আরও পড়ুন: গরম থেকেই আয় হবে মুঠো মুঠো টাকা! এই সুযোগ হাতছাড়া করলেই হবে আফসোস
তবে কুলারের মতো ঘর ঠান্ডা করতে চাইলে, স্ট্যান্ড ফ্যানের সামনে বরফ ভর্তি একটি বড় বাটি রাখা যেতে পারে। এইভাবে গরমে বরফ গললেও, ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই।
বিদ্যুতের বিল বাঁচাতে দিনের বেলায় আলো নিভিয়ে রাখতে হবে, এতে বিদ্যুতের বিল সাশ্রয় হওয়ার পাশাপাশি ঘরও ঠান্ডা থাকবে।
বাইরের গরম হাওয়া আটকাতে পর্দা, মাদুর ব্যবহার করা যেতে পারে। একদিকে ভারি পর্দা রোদের তাপ আটকায়, অন্যদিকে হালকা পর্দায় ফুরফুরে হাওয়া খেলে বেড়ায় সারা ঘর-বাড়ি ময়।