Technology

ভুলে যান দামি গিজার! বাড়িতে আনুন এই সস্তার বিকল্প, জিরো ডিগ্রিতেও পাবেন ফুটন্ত জল 

নিউজ শর্ট ডেস্ক: কালীপুজো-ভাইফোঁটা মিটতেই শুরু হয়েছে শীতকাল (Winter)। আর এই শীতের কামড়ে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত আসে স্নান করার সময়। শীতকালেস্নান করার সময় সবাই প্রথমেই খোঁজে গরম জল। কনকনে ঠান্ডার  মধ্যে ঠান্ডা জলে  স্নান করলেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। তাই নিজে থেকেই সতর্ক হয়ে সবাই এই সময় গরম জল (Hot Water) ব্যবহার করে থাকেন।

আবার  যাদের ঠান্ডার দোষ থাকে তারা প্রায় বারোমাসই গরম জলে মিশিয়ে স্নান করে থাকেন। কিন্তু মধ্যবিত্তের ঘরে সবসময় টান পরে লক্ষী ভান্ডারে। তাই সবার বাড়িতেই যে গিজার থাকবে তার কোন মানে নেই। দামের জন্যই অনেকেই পিছিয়ে আসেন গিজার কেনা থেকে। আবার কেউ কেউ ব্যবহার করেন ওয়াটার হিটার বা জলে ডোবানোর রড।

এই ইলেকট্রিক ওয়াটার হিটার রডের মাধ্যমে জল গরম করা যায় সহজেই। কিন্তু প্রত্যেকবার ব্যবহারের পর আবার জল গরম করতে বসাতে হয়। যা বেশ ঝঞ্জাটের বিষয়। তাই এই সময় সকলেই এমন বিকল্প খোঁজে যা গিজারের মতো জলও গরম করবে আবার বার বার জল গরম করার ঝামেলা থেকেও মুক্তি দেবে।

Technology,প্রযুক্তি,Easy to use,সহজে ব্যবহার করা যায়,Pocket friendly,কম দামি,Instant Bucket Water Heater,ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার,Bengali Khobor,Bangla,Bengali

তাই এক্ষেত্রে গ্রাহকদের জন্য সেরা বিকল্প হল ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার (Instant Bucket Water Heater)। চাইলেই যে কেউ  অ্যামাজন থেকে এই বাকেট  ওয়াটার হিটার কিনতে পারেন আজই। যারা মূলত কর্মসূত্রের বাইরে থাকেন তাদের জন্য বেশ সুবিধাজনক এই বাকেট ওয়াটার হিটার। এতে ইনবিল্ট ওয়াটার হিটার পাওয়া যায়। তাই এই বালতিতে বারবার ওয়াটার হিটার বসানোর দরকার পড়ে না। 

আরও পড়ুন: SBI থেকে BOB, কম সুদে গাড়ি-বাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছে এই ৩ টি ব্যাঙ্ক!

Technology,প্রযুক্তি,Easy to use,সহজে ব্যবহার করা যায়,Pocket friendly,কম দামি,Instant Bucket Water Heater,ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার,Bengali Khobor,Bangla,Bengali

এই মুহূর্তে অ্যামাজন থেকে ১৫৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই বাকেট। তাই বোঝাই যাচ্ছে গিজার কিংবা অন্যান্য জিনিসের বিকল্প এই অভিনব বালতিটি কিন্তু দামেও বেশ সস্তা। তাই ঠান্ডাটা জাঁকিয়ে পড়ার আগেই কিনে ফেলুন এই ওয়াটার হিটার বাকেট।

এতে যেমন পকেটের উপরে কম চাপ পড়বে তেমনি আপনাকেও সকাল সকাল বাথরুমে স্নান করতে ঢুকে ঠান্ডার মধ্যে কাতরাতে  হবে না। এই ধরনের ওয়াটার হিটার বালতি গুলিতে ২০ লিটার জল ধরে। এছাড়া জল সহজে বের করার জন্য রয়েছে একটি ট্যাপের ব্যবস্থা। 

Avatar

anita

X