Arijit

ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে ভারতকে কোণঠাসা করতে আইসিসি-র দ্বারস্থ হতে চলেছে ইংল্যান্ড

ভারত ও ইংল্যান্ড এর মধ্যে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ করোনা ভাইরাস এর কারণে বাতিল হয়েছে। আর তারপরই এই নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এবার ভারতকে চাপে রাখতে এই ম্যাচ নিয়ে সরাসরি আইসিসিকে চিঠি দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

   

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ায় সিরিজের ভবিষ্যৎ কি হবে? আদৌ কি ভবিষ্যতে এই টেস্ট ম্যাচ খেলা হবে? কারণ এই সিরিজে 2-1 ফলাফলে এগিয়ে ছিল ভারত। এক্ষেত্রে সিরিজ জয়ের তীব্র দাবিদার ভারতই হতে চলেছে। কিন্তু ইংল্যান্ড বোর্ড সে কথা মানতে নারাজ আর সেই কারণেই আইসিসিকে এই সিরিজের ব্যাপারে হস্তক্ষেপ করার আবেদন করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইসিবির তরফ থেকে আইসিসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এই ম্যাচ ইচ্ছা করেই খেলেনি ভারত। ভারতের ক্রিকেটাররা করোনা মুক্ত থাকার সত্ত্বেও শুধুমাত্র আতঙ্কের জেরে তারা এই টেস্ট খেলতে রাজি হয়নি। সেই কারণে এই টেস্টে জয়ী ঘোষণা করা হোক ইংল্যান্ডকে এবং সিরিজ ড্র ঘোষণা করা হোক। শেষ টেস্ট না হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে সেই কথাও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে।