Papiya Paul

বিদেশে প্রচুর গোপন সম্পদ! পানামা নথি মামলায় ঐশ্বর্যকে তলব ইডির

ফের বচ্চন পরিবারে সমস্যার আঁচ পড়ছে। পানামা নথি মামলায় এই বার বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর অনুযায়ী, সোমবারই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে সম্পদ রাখার জন্যই অভিনেত্রীকে তলব করেছে ইডি।

   

এর আগেও দুবার তাকে তলব করা হয়েছিল। তখনও তিনি আরও সময় চেয়েছিলেন। এবারও তিনি অতিরিক্ত সময় চেয়েছেন। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের সূত্র ধরেই অভিনেত্রীকে তলব করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে পানামা নথির তথ্য ফাঁস হয়েছিল। এই পানামা নথি হল ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি। পানামার একটি ল ফার্ম এবং কর্পোরেট পরিষেবা প্রদানকারী সংস্থা মোসাক ফনসেকা এই নথি বানিয়েছিল।

সরকার সূত্রের খবর অনুযায়ী, প্রথম পর্যায়ের পানামা নথির তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্তকারি সংস্থাগুলি ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। যেখানে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর এর থেকে ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছিল সরকার। মূলত কর ফাঁকি দেওয়ার জন্যই বিদেশে সম্পদ গচ্ছিত রাখা হয় বলে তদন্তে উঠে এসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিলেন।

পানামা নথিতে ফের তলব করা শুরু হল। প্রথমেই ঐশ্বর্যকে তলব করা হল। এবার আরও কিছু প্রকাশ্যে আসবে বলে মন করা হচ্ছে। উল্লেখ্যঃ, পানামা নথিতে নাম থাকার জন্য আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব পদ হারান নওয়াজ শরিফ।