Koushik Dutta

দোরগোড়ায় শিক্ষা, পাড়ায় পাড়ায় বাইক নিয়ে ক্লাস করান এই শিক্ষক

ছোটো ছেলে মেয়েরা এখনও স্কুলে যেতে পারছে না। অনেকের বাড়িতেই নেই নেট কানেকশন। এই অবস্থায় নতুন উপায় বের করেছেন ছত্তিসগড়ের স্কুল মাস্টার রুদ্র প্রসাদ। ইনি বাইকে বাইরে ঘুরে পড়িয়ে বেড়ান পাড়ায় পাড়ায়। বাইকের পিছনে থাকে একটা বোর্ড। ছাত্রদেরকেও বসান সামাজিক দুরত্ব বিধি মেনে। তিনি বললেন, ‘আমি চেষ্টা করছি যাতে শিক্ষাকে সবার বাড়ির দোরগোড়ায় এনে হাজির করতে পারি।’