Papiya Paul

সব চক্রান্ত শেষ! প্রথমবার উকিল সেজেই সাত্যকিকে নির্দোষ প্রমাণ করে জিতিয়ে নিল ঊর্মি, প্রশংসায় ভরালো ভক্তরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে ‘এই পথ যদি না শেষ হয়’ এই সিরিয়ালের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এখানে ঊর্মি এবং সাত্যকির জুটিকে পছন্দ করেন দর্শকেরা। শুরু থেকে টিআরপি তালিকাতেও ভালো স্থান পেয়েছে এই সিরিয়াল। বছরের শুরুতেই নতুন টুইস্ট নিয়ে হাজির হয়েছেন সিরিয়াল নির্মাতারা। এখন সরকার বাড়ির ভালো ছেলে সাত্যকিকে মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগে জেলে পাঠানো হয়েছে।

   

তবে নিজের স্বামীকে বাঁচাতে মাঠে নেমেছেন খোদ ঊর্মি। সাত্যকিবাবুর জন্য অভিজ্ঞ আইনজীবিকে হারিয়ে জামিন করিয়ে নিয়েছেন ঊর্মি। যদিও এরকম মিথ্যা অভিযোগে স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সাত্যকি। পরিবারের সাথে নিজের অসম্মান কোনোভাবেই মানতে পারছে না সে। কিছুতেই বুঝতে পারছে না হঠাৎ করে কেন এমন জঘন্য মিথ্যা অপরাধে অপরাধী করা হচ্ছে তাকে। আর এবার সাত্যকিবাবুকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে ঊর্মি।

প্রমাণ জোগাড় করতে উঠেপড়ে লাগে সে। এখন এই শ্লীলতাহানীর অভিযোগে নির্দোষ সাত্যকিকে বাঁচাবে সে। তবে এই সিরিয়ালে এটাও দেখানো হয়েছে ঊর্মির কাকা এবং তার মামনি মিথ্যে এই কেসে ফাঁসিয়েছেন সাত্যকিকে। তবে সবসময়ের মতো এবারও আদালতে গিয়ে সাত্যকির পাশে দাঁড়ায় ঊর্মি। এমনকি মামনি আর কাকার ঘুষ নিয়ে যখন কোন উকিল তার হয়ে কেস লড়তে চায়নি তখনও হার মানেনি ঊর্মি।

নিজের আইন পাসের কম নম্বরটুকু সম্বল করেই কেস করতে শুরু করেছে। ইতিমধ্যেই সমস্ত প্রমান করে পর্দা ফাঁস করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই পর্বে ভিডিও শেয়ার হয়েছে। ঊর্মির এই কাজ দেখে কমেন্ট বক্সে প্রশংসা করেছেন অনুগামীরা।