Papiya Paul

রাগী আন্টি ও শ্বশুরের বিয়েতে একাই একশো ঊর্মি, বৌমা-শ্বাশুড়ির রসায়নে মুগ্ধ দর্শকেরা

সিরিয়াল মানেই কুটকাচালি, শত্রুতা, হিংসা। এগুলো সব সিরিয়ালের মূল গল্পের কাহিনী। কিন্তু এগুলো থেকেও ব্যতিক্রমী হলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সাংসারিক কুটকাচালি থেকে বেরিয়ে মানুষকে অন্যরকমভাবে আনন্দ দেওয়ার গল্প এখানে তুলে ধরা হয়েছে। আর তাই এই সিরিয়ালের জনপ্রিয়তাও খুব বেশি। এখানে প্রত্যেকটা চরিত্রই এত হাসিখুশি থাকে যা দেখে দর্শকেরাও খুশিতে মেতে ওঠেন।

   

অনেকেই আবার এই চরিত্রের সঙ্গে নিজেদেরকেও একাত্ম করতে পারেন। এই ধারাবাহিকে অভিনীত প্রত্যেকটি চরিত্রের অভিনয় অত্যন্ত প্রশংসনীয়। এর সাথেই ঊর্মি ওসাত্যকির জুটি দর্শকদের বেশ পছন্দের। টিআরপি তালিকায়ও প্রত্যেক সপ্তাহে ভালো ফলাফল করে এই ধারাবাহিক। দর্শকদের বিনোদনের যাতে কোনরকম ক্ষতি না হয় তার জন্য প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন টুইস্ট আনছে ধারাবাহিকের নির্মাতারা।

এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে শশুরমশাই আর রাগী আন্টি অর্থাৎ শাশুড়ির ৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে মেতেছে ঊর্মি। যদিও প্রথমে ঊর্মির আবদারকে মানতে নারাজ ছিলেন শ্বাশুড়ি মা কিন্তু পরে ঊর্মির জেদের কাছে মেনে নেন তিনি। এখনকার দিনে বিয়ের অনুষ্ঠান যেমন করে পালন করা হয় তেমন ভাবেই মেহেন্দি থেকে সংগীত সবকিছুই নিজের হাতে প্ল্যানিং করেছে ঊর্মি।

আর তাই বাড়ির সব ছেলেদের বরপক্ষ হিসেবে এবং সব মেয়েদের মেয়েপক্ষ ছবি সাজানো হয়েছে। এই অনুষ্ঠানে ঊর্মির বাপের বাড়ির লোকজনও যোগদান দিয়েছে। ইতিমধ্যেই মেহেন্দি, সংগীত, গায়ে হলুদের পর্ব হয়ে যাবার পর এবার শুধুমাত্র বিয়ের অপেক্ষা। আর শ্বশুর-শাশুড়ির এই বিয়ে দেখার মিষ্টি পর্বই দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ঝলক সব ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।