Ekka Dokka Serial

Moumita

পোখরাজের জীবনে নতুন প্রেমিকা, ‘এক্কা দোক্কা’ সিরিয়ালেও সতীনের প্রবেশ করালেন লেখিকা!

স্টার জলসা (Star Jalsha) তথা বাংলা টেলিভিশনের (Television) একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলী রচিত এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই। রাধিকা (Radhika) এবং পোখরাজের (Pokhraj) জুটিকে দারুন পছন্দ করে মানুষ। সেই পছন্দ এতটাই যে, দর্শক তাদের নাম দিয়েছে রাধিরাজ।

   

যদিও বাকি সিরিয়ালের মত এই সিরিয়ালেও রয়েছে সমস্যা। ইতিমধ্যেই ডিভোর্স হয়ে গেছে নায়ক এবং নায়িকার। আর তারপরেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহ। এই চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ (Mohor) খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে (Pratik Sen)।

যেদিন থেকে তিনি ধারাবাহিকে পা রেখেছেন, কার্যত সেদিন থেকেই শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। ‘মোহর’ ধারাবাহিকের পর এই জুটিকে আরো একবার দেখে ভালোই আপ্লুত হয়ে উঠেছে ভক্তরাও। যদিও বিষয়টি মোটেও মনঃপূত হয়নি রাধিরাজ ভক্তদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,পোখরাজ,Pokhraj,রাধিরাজ,Radhiraj,নতুন নায়িকা,New Heroine

অনেকেই ভেবেছিলেন যে এবার হয়ত নায়ককেই খলনায়ক বানিয়ে ফেলবেন। তবে, ‘এক্কা দোক্কা’র ক্ষেত্রে এমনটা মোটেও হয়নি। ডক্টর অনির্বাণ গুহ দায়িত্ব নিয়েছিলেন পোখরাজ রাধিকার মিল করানোর। তাতেই বেশ খুশি ছিলেন ‘রাধিরাজ’ ভক্তরা।

যদিও এরপরেই আবার নতুন দিকে ঘোরানো হয়েছে সিরিয়ালের মোড়। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি হয়েছে এক নতুন নায়িকার। নতুন এই অভিনেত্রীর নাম রঞ্জাবতী। তার বাবা মূলত ভিলেইন। যদিও মেয়েটিকে এখনই নেতিবাচক ভাবে দেখানো হয়নি। দর্শকদের দাবি প্রথম ঝলকে মেয়েটিকে ভালো বলেই মনে হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,পোখরাজ,Pokhraj,রাধিরাজ,Radhiraj,নতুন নায়িকা,New Heroine

প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন অভিনেত্রীর নাম স্বপ্ননীলা চক্রবর্তী (Swapnaneel Chakraborty)। এর আগে তিনি সান বাংলার মেগা ‘কন্যাদান’এ অভিনয় করেছিলেন তিনি। এখন দেখার বিষয় এই যে, নতুন নায়িকা রাধিরাজকে আলাদা করে দেয় নাকি তার সাহায্যেই এক হবে দর্শকদের প্রিয় ‘রাধিরাজ’ জুটি।