Arijit

দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ইংল্যান্ড, ম্যাচ হারার আশঙ্কা টিম ইন্ডিয়ার

ইংল্যান্ডের লিডসে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডকে চাপে ফেলার পরিকল্পনা ছিল ভারতের কিন্তু ভারতের সেই পরিকল্পনা ভেস্তে দেয় ইংল্যান্ডের বোলাররা। ইংল্যান্ডের বোলারদের দুরন্ত পারফরমেন্সের নিরিখে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। মাত্র 78 রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। যার ফলে প্রথম ইনিংসেই বেকায়দায় পড়েছে টিম ইন্ডিয়া। এই দিন ব্যাট হাতে ভারতের কোন ব্যাটসম্যানই 20 রানের বেশি করতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ 19 রানের ইনিংস খেলেন ওপেনার রোহিত শর্মা। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

   

ভারতের 78 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্স করতে থাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে 135 রানে। যা ভারতের রান টপকে যায়। আর এই টেস্ট সিরিজে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

দুই ওপেনারের পারফরম্যান্সের পর ব্যাট হাতে ফের জ্বলে ওঠেন ইংরেজি অধিনায়ক জো রুট। ব্যাট হাতে ফের সেঞ্চুরি করে তিনি ভারতের ওপর চাপ সৃষ্টি করেন। 165 বলে 121 রান করেন জো রুট, রুটের উইকেট তুলে নেন বুমরাহ। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর 423-8। এই মুহূর্তে ভারতে থেকে 345 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। যা ভারতের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। এছাড়াও ইংল্যান্ডের হাতে এখনও দুটি উইকেট রয়েছে।