Arijit

‘ভয় পাই না’, লর্ডসে হারের পর ভারতকে তছনছ করার হুঙ্কার ব্রিটিশ কোচের

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত ভালো পজিশনে ছিল ইংল্যান্ড তবে পঞ্চম দিনে ভারতীয় আক্রমণের সামনে তছনছ হয়ে যায় ইংল্যান্ড। ভারতের কাছে হার স্বীকার করতে হয় ইংরেজ বাহিনীকে। জো রুটের হালকা লড়াই ছাড়া এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকেই এগিয়ে ছিল ভারত। সুবিধাজনক জায়গায় থেকেও লর্ডস টেস্টে হারের ফলে কিছুটা হলেও আঘাত পেয়েছে ইংল্যান্ড। তবে হাল ছাড়তে রাজি নন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড জানিয়েছেন, “একটু লড়াইয়ের ভয় পাইনি ব্রিটিশ শিবির। ভারত যদি তাদের ধাক্কা দেয় তাহলে তারাও পাল্টা আঘাত হানতে তৈরি ভারতের উপর।”

   

প্রেস কনফারেন্সে সিলভারউড জানিয়েছেন, ” একটা কথা স্পষ্ট করে দিই। এই একটু লড়াইয়ে আমরা কখনোই ভয় পায় না। ওরা আমাদের ধাক্কা দিয়েছে, আমরাও পাল্টা আঘাত হানবো।”

ইংল্যান্ড কোচ আরও বলেন, ” দ্বিতীয় টেস্ট ম্যাচের ফলাফল নিয়ে আমরা হতাশ। এগিয়ে থেকে যেভাবে হারের সম্মুখীন হতে হল সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে দুই দেশের ক্রিকেটারদের ম্যাচ জেতার খিদে দেখে খুবই ভাল লেগেছে। একটা দারুন টেস্ট ম্যাচ উপভোগ করলাম।”