Arijit

আউট হওয়ার পর কোহলিকে নোংরা ভাষায় চূড়ান্ত অসম্মান করল ইংরেজ জনতা, ভাইরাল সেই ভিডিও

ভারত অধিনায়ক বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যাহত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টেও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হন বিরাট। চাপের মুখে ব্যাট করতে এসে মাত্র 8 রান করেই জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট। যখন ভারত চাপে ছিল সেই সময় বিরাটের কাছে একটা ভালো ইনিংস আশা করেছিল ভারতীয় ক্রিকেট সমর্থকরা, কিন্তু ব্যাট হাতে হতাশ করলেন বিরাট। ফের বিরাট কোহলিকে আউট করে মাঠের মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনের পাশাপাশি বিরাট কোহলি আউট হওয়ায় বেশ খুশি হয়েছিলেন ইংরেজ সমর্থকরাও।

   

সিরিজের প্রথম ম্যাচে অ্যান্ডারসনের বলে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ভালো শুরু করলেও 40 রান করে আউট হন বিরাট এবং দ্বিতীয় ইনিংসে করেন 20 রান। তবে এইদিন দলের যখন সবথেকে বেশি প্রয়োজন ছিল বিরাটের ভালো ইনিংস। তখন মাত্র 8 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিরাট। বিরাট আউট হওয়ায় গ্যালারি থেকে ইংরেজি সমর্থকরা তাকে নানা ভাবে কটাক্ষ করতে শুরু করে।

“England’s Barmy Army” তরফে স্যোসাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন বিরাটকে উদ্দেশ্য করে ইংরেজি সমার্থকরা হাত নেড়ে বলতে থাকেন, “চিয়ারিও” যার বাংলা অর্থ “বিদায়।” মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।