Arijit

চালকের আসনে থেকেও ভারতের এই ক্রিকেটারকে ভয় পাচ্ছে ইংল্যান্ড, হেরে যাওয়ার আশঙ্কা ইংল্যান্ডের

ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচের চতুর্থ দিন শেষে কিছুটা হলেও বেকায়দায় ভারতীয় দল। তৃতীয় দিন পর্যন্ত বেশ সুবিধাজনক পরিস্থিতিতে ছিল টিম ইন্ডিয়া। তবে চতুর্থ দিনে ভারতের ব্যাটিংয়ে ধ্বস নামায় চাপে পড়ে যায় ভারত। চতুর্থ দিনের খেলা শেষে এই মুহূর্তে ভারতের স্কোর ছয় উইকেট হারিয়ে 181 রান, 154 রানের লিড নিয়েছে ভারতীয় দল। তবে ইংল্যান্ড সুবিধাজনক জায়গায় থাকলেও পুরোপুরি ভাবে চিন্তা মুক্ত হতে পারছেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। তার মতে এখনও চিন্তা পুরোপুরি ভাবে কাটেনি ইংল্যান্ড দলের।

   

মঈন আলীর মতে ছয় উইকেট হারিয়ে এই মুহূর্তে 154 রানের লিড নিয়েছে ভারত। হাতে রয়েছে চার উইকেট। এর মধ্যে ভারত যদি ইংল্যান্ডকে 220 রানের বেশি টার্গেট দিয়ে দেয় সেক্ষেত্রে চাপে পড়ে যাবে ইংল্যান্ড।

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং ইশান্ত শর্মা। মঈন আলি জানিয়েছেন, ” এই মুহূর্তে দুই দলই ভালো জায়গায় রয়েছে। এখান থেকে যেকেউ ম্যাচ জিততে পারে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। আমরা জানি ও কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্যাট হাতে ও যে কতটা বিপদজনক সেটা আমরা জানি। তাই পঞ্চম দিনে আমাদের আরও ভালো করতে হবে।”