Arijit

তারকা ওপেনারকে বাদ দিয়ে ভয়ঙ্কর ক্রিকেটারকে দলে নিয়ে ভারতকে চাপে ফেলে দিল ইংল্যান্ড

লর্ডস টেস্টে ভারতীয় বোলারদের সামনে নাকানিচোবানি খেয়েছে ইংরেজ ব্যাটসম্যানরা। বিশেষ করে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় টেস্টে যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিৎ ছিল তখন একের পর এক ইংরেজ ব্যাটসম্যান নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে গেছে। বলা ভালো ভারতীয় বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটসম্যানরা। তবে সবচেয়ে বেশি হতাশ করেছে ইংল্যান্ডের ওপেনার ডোম সিবলে। লর্ডসে সিবলের পারফরম্যান্স গোটা ইংল্যান্ড জুড়ে সমালোচিত হয়েছে। দুই ইনিংসেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের ওপেনার ডোম সিবলে। প্ৰথম ইনিংসে 11 এবং দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন সিবলে।

   

লর্ডসের পাশাপাশি ন্যাটিংহোম টেস্টেও ব্যাট হাতে হতাশ করেছিলেন সিবলে। ন্যাটিংহোমে দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে 18 এবং 28। লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়লেন সিবলে।

সিবলের জায়গায় দলে ঢুকলেন ডাভিদ মালান। প্রায় তিন বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন মালান। অনেকেই মনে করছেন ভারতের বিরুদ্ধে জয়ে ফিরতে তৃতীয় টেস্টে এই অস্ত্র প্রয়োগ করতে চলেছে ইংল্যান্ড।