Arijit

হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পরেই সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। তবে সেই টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে আর নাও দেখা যেতে পারে অইন মর্গ্যানকে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ইয়ন মর্গ্যান।

   

দীর্ঘদিন ধরে খারাপ ফর্মে রয়েছেন ইয়ন মর্গ্যান। দীর্ঘ এক বছর ব্যাট হাতে তেমন রানই পান নি তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজে যখন বাটলার, জেসন রয়রা তাণ্ডব করেছেন, তখন মর্গ্যান দু’টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। সাদা বলের ক্রিকেটে শেষ ২৮টি ম্যাচে মাত্র দু’টি অর্ধশতরান করেছেন ইয়ন মর্গ্যান।

আর তাই হয়তো এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন আইন মর্গ্যান। নেদারল্যান্ডস সিরিজের আগেই তিনি বলেছিলেন, “যদি মনে করি ভাল খেলতে পারছি না বা দলের জন্যে অবদান রাখতে পারছি না, তা হলে খেলা ছেড়ে দেব।” নিজের কথাই হয়তো রাখতে চলেছেন তিনি।
উল্লেখ্য, ইয়ন মর্গ্যানের হাত ধরেই ইংল্যান্ড প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জিতেছে।