EPFO withdrawl limit increaed from 50000 to rs 100000 by central government

আর নয় ৫০, এবার তোলা যাবে সোজা ১ লক্ষ! পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর শোনাল কেন্দ্র

পার্থ মান্নাঃ ইতিমধ্যেই বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। গণেশ চতুর্থীর পর গতকালই হয়েছে বিশ্বকর্মা পুজো। , আর কিছুদিন পরেই মহালয়া তারপর দুর্গোৎসব। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য এলো দুর্দান্ত সুখবর। পাল্টে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়ম, যেটা শুনে রীতিমত খুশি কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীরা। কি এমন ঘোষণা হল? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

গতকাল অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্দভীয়া জানান, এখন থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে আরও বেশি টাকা তোলা যাবে। আগে যেখানে সর্বোচ্চ ৫০ হাজার তা তোলা যেত, সেটা এখন থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দেয়া হল। সুতরাং একঘাক্কায় পিএফ থেকে টাকা তোলার সীমা দ্বিগুণ করে দেওয়া হল।

যদিও বিশেষজ্ঞদের মতে এই নিয়মে বদল করতেই হত। কারণ ৫০,০০০ এর উর্দ্ধসীমা। তাই সর্বোচ্চ সীমা বাড়ানোর প্রয়োজ ছিলই। নিয়মের বদলের ফলে বহু কর্মীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

শ্রম মন্ত্রীর বক্তব্য

এদিন মোদী সরকারের তৃতীয় বার ক্ষমতায় থাকার ১০০ তম দিনে মন্ত্রী মশাই জানান, বিবাহ থেকে শুরু করে হটাৎ করে চিকিৎসার জন্য অনেকেরই পিএফ থেকে টাকা তোলার ট্রাকের পরে। সেই কথা মাথায় রেখেই সর্বোচ্চ টাকা তোলার লিমিট বাড়িয়ে ১ লক্ষ করে দেওয়া হল। তাছাড়া আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএফ নিয়ে।

আরও পড়ুনঃ নামমাত্র সুদে ৩০,০০০ টাকা লোন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এখুনি আবেদন করুন মহিলা সমৃদ্ধি যোজনায়

যে সমস্ত কোম্পানি EPFO এর সাথে যুক্ত নয় তারা যদি সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চায় তাহলে ছাড় দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আসলে ১৭টি এমন সংস্থা রয়েছে যাদের কাছে ১ লক্ষ লোক কাজ করে। সেক্ষেত্রে তারা যদি EPF এ আসতে চায় তাহলে প্রায় ১,০০০ কোটি টাকা আসবে কেন্দ্রের ঘরে। তাছাড়া স্থায়ী হারে সুদও মেলে EPFO এর ক্ষেত্রে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X