Priyanka Chopra

পুরো পাল্টিবাজ! করণের জন্যই ডুবেছিল কেরিয়ার, দেশে ফিরে সেই করণকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা

মাত্র কয়েকদিন আগেই ‘বলিউডের (Bollywood) রাজনীতি’ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন একসময়ের বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তারপর থেকেই শুরু হয় তোলপাড়। অভিনেত্রী পাশে দাঁড়িয়ে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kankana Ranaut)। তবে দেশে ফিরে প্রিয়াঙ্কা যে কম্মো করলেন তাতে পুরোই বদলে গেল চিত্রটা।

শুক্রবার নিক এবং মেয়েকে নিয়ে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। তাঁরা আমন্ত্রিত ছিলেন ‘নীতা আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে। সেখানে হাজির ছিলেন বহু বলি তারকারা। ছিলেন পরিচালক করণ জোহর। অনুষ্ঠানে তাঁকে দেখে পেয়েই তাঁকে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা। বেশ কিছুক্ষন ধরে চলে কথোপকথন। আর এই দৃশ্য দেখেই অবাক সকলেই।

সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে কমেন্টের বন্যা। কেউ লিখলেন, ‘সত্যি কি বলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ার নষ্ট করেছেন করণ’? কেউ আবার লিখেছেন, ‘প্রিয়াঙ্কা-নিক দুজনকেই দেখা গেল একেবারে অন্যরকম মেজাজে’। কারোর মন্তব্য, ‘একেবারে চিত্রটাই উল্টে গেল’।

বিনোদন,বলিউড,প্রিয়াঙ্কা চোপড়া,করণ জোহার,সোশ্যাল মিডিয়া,Entertainment,Bollywood,Priyanka Chopra,Karan Johar,Social Media

ঠিক কি ঘটেছিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একপ্রকার বাধ্য হয়েই নাকি দেশ ছেড়েছিলেন তিনি। বলেন, ‘একটা সময় আমাকে বলিউডে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে কোনও ছবির কাজ দেওয়া হত না’।

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi 😍 (@jerryxmimi)

তাঁর সংযোজন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছিল রাজনীতি। আর তাতেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি ভেবেছিলাম আমার একটা বিরতির ভীষণ প্রয়োজন। ঠিক সেই সময় আমার ম্যানেজার আমায় বলে আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করার জন্য। হাতছাড়া করতে চাইনি সেই সুযোগ’। আর সেই থেকেই বলিউড জগতে শুরু হয় জোর জল্পনা।

Avatar

Additiya

X