Arijit

ফেসবুকের ‘হা হা’ ইমোজি ইসলাম বিরোধী, ফতোয়া জারি করলেন বাংলাদেশি মৌলবী

ফেসবুকের ‘হা হা’ ইমোজি আমাদের সকলেরই প্রিয়। ফেসবুকে কোন মজার ভিডিও বা গল্প পড়লে কিংবা কোন বন্ধুর ছবিতে মজা করেই আমরা এই ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়ে থাকি। ফেসবুকের এই ‘হা হা’ রিঅ্যাক্ট নিয়ে আমাদের কারুরই তেমন কোনো অসুবিধা নেই। তবে এই ‘হা হা’ রিঅ্যাক্ট নিয়ে এবার ফতোয়া জারি করলেন বাংলাদেশের মৌলবী আহমেদুল্লাহ। মৌলবী আহমেদুল্লাহ জানান, ‘শুধুমাত্র মজার জন্য কেউ যদি ‘হা হা’ ইমোজি ব্যবহার করেন, তবে তাতে খারাপ কিছু নেই। কিন্তু কেউ যদি কারও মজা ওড়ানোর জন্য বা কাউকে নিয়ে ব্যঙ্গ করার জন্য ‘হা হা’ ইমোজি ব্যবহার করেন, তবে তা ইসলাম বিরোধী।’